ধ্বসের ধারা অব্যাহত

banner

#Pravati Sangbad Digital Desk:

ফের শেয়ার বাজারে পারদ পতন, গত ৭ মাসের নিরিখে রেকর্ড ধাক্কা খেল শেয়ার বাজার। গত সোমবার শেয়ার বাজারের সূচক এক ধাক্কাই অনেকটাই নেমে গিয়েছে। এমনটিতেই গত ২ বছর ধরে করোনার কারণে বিশ্বের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে, তবে ধীরে ধীরে আবারও ঘুরতে শুরু করেছিলো অর্থনীতির চাকা, আর ঠিক এমন সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধ আবারও সব তালগোল পাকিয়ে দিলো। সপ্তাহের শুরুতেই এক ঝটকাই সেনসেক্স পরে গিয়েছে প্রায় ৫০ হাজারেরও বেশি। 
গত দুই বছরে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে দালাল ষ্ট্রীটে বারবার উধাও হয়েছে চেনা ছবি, দিনের পর দিন ধাক্কা খেয়েছে সেনসেক্স সূচক, যেই একটু ভালোর দিকে পা বাড়িয়েছে অর্থনীতি অমনি আবার হামলে পড়েছে করোনার নতুন সংক্রমণ, নতুন ঢেউ। বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি, লকডাউন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে জেরবার দালাল পাড়া। শেয়ার বাজারে অনেকেই টাকা লাগান ঝুঁকি নিয়ে, অনেক সময় লাভ পান আবার অনেক সময় মুখ ভার করেই থাকতে হয়, এদিন সপ্তাহ শুরুর দিনেই সকাল বেলা এক ধাক্কাই ১৫,৯০০ নেমে গিয়েছে নিফটি, যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন দালাল ষ্ট্রীটের ব্যাবসায়িরা। অর্থনীতিবিদদের মতে, গত ৭ মাসে এটাই হল সর্বোচ্চ পতন। 

শেয়ার বাজারে ধ্বসের কারণে অনেক কোম্পানির শেয়ার কমতে শুরু করেছে, যার মধ্যে রয়েছে টাটা স্টিল এর মতো কোম্পানিও, তাছাড়া মারুতি, এশিয়ান পেন্ট, এল অ্যান্ড টি, বাজাজ ফিনান্স এর মতো কোম্পানিরও শেয়ার কমতে শুরু করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে অনেক দেশই রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে, যার ফলে অন্যান্য কোম্পানির তেলের দাম বিশাল পরিমাণে বৃদ্ধি পেয়েছে, উল্টো দিকে আমেরিকার তেল উৎপাদনকারী সংস্থাগুলি তাদের দাম বাড়িয়েছে আগের থেকে অনেকটাই, যার ফলে বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে এক ধাক্কাই অনেকটাই, যদিও ভারত রাশিয়ার থেকে কোন রকম তেলে আমদানি করে না, তাই সে ক্ষেত্রে ভারতে তেলের দামে খুব একটা হেরফের লক্ষ্য করা যাবে না বলাই যায়। তবে অর্থনীতিবিদরা মনে করছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর বেশি দিন চললে আন্তর্জাতিক বাজারের সাথে সাথে দেশীয় বাজারের অর্থনীতিতেও বিশাল ক্ষতি দেখা যাবে, তার সাথে সেনসেক্স কমে আগের থেকে অনেকটাই।

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News