সান ট্যান দূর করার ঘরোয়া কিছু পদ্ধতি

banner

#Pravati Sangbad Digital Desk:

শীত যেতে না যেতেই দরজায় এসে উঁকি দিয়েছে গরম। দিনে দিনে বাড়ছে তাপমাত্রা সাথে প্রখর হচ্ছে রোদ। আর এই সময়ে বাইরে বেরোনো মানেই ট্যানের চিন্তা। ছাত্র-ছাত্রী সহ বহু মানুষ ভুগতে থাকে এক কোথায় ভয়েই থাকে সান ট্যানের জন্য। সূর্যের রশ্মি শরীরের জন্য ঠিক যেমন উপকার তেমনই অতিরিক্ত রোদ ক্ষতি করে চামড়ার। আর যার কারণে চামড়ায় দেখা দেয় কালো দাগ। যার থেকে রক্ষা পাওয়া দুষ্কর হয়ে পরে। সমাজ যত উন্নত হচ্ছে বাজারে তত নতুন নতুন প্রোডাক্ট আসছে। কিন্তু সব মানুষ তা ব্যাবহার করতে সক্ষম নন। তাই জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সান ট্যান দূর করা যাবে।
[১] ঘরোয়া পদ্ধতিতে সান ট্যান দূর করার প্রথম উপায় ভিনিগার। ভিনিগার ও রক সল্ট ভিনিগার বিউটি প্রোডাক্ট হিসাবেও ব্যবহৃত হয়। ট্যান দূর করতে গেলে প্রথমে চামচের এক চামচ অ্যাপল সিডার ভিনিগার এবং এক চামচ রক সল্ট ভিনিগার নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একবাটি হালকা গরম জলে মিশ্রণ টি দিয়ে ভালো করে ট্যান পড়া জায়গায় তুলো করে নিয়ে ঘষতে হবে। কিছুক্ষণ রেখে তারপর স্ক্রাব কর ধুয়ে নিতে হবে। 
[২] শশা এবং লেবুর রস ট্যান এর বিপক্ষে ভালো লড়াই করতে পারে । ট্যান পড়া জায়গায় শশা লাগিয়ে তারপর সেখানে লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ স্ক্রাব করতে হবে। ২০-২৫ মিনিট পর সেই জায়গাটা ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে।

[৩] ট্যান দূর করার জন্য বাড়িতে কমলালেবুর খোসা গুঁড়ো করে রাখুন। তার সাথে এক চামচ অ্যালোভেরার জেল মিশিয়ে ট্যান পড়া জায়গায় ভালো করে স্ক্রাব করুন। ৪০-৪৫ মিনিট রাখার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এতে মুখের উজ্জ্বলতা ও বাড়ে।
[৪] টক দই সাথে টমেটো বাটা ভালো করে মিশিয়ে মুখে বা ট্যানের জায়গায় লাগান। প্রয়োজনে চন্দন ও মিশিয়ে নিতে পারেন। ২০-৪০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। 
[৫] মধু ও পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে ট্যান পড়া জায়গায় কিছুক্ষণ দিয়ে রাখুন। খুব অসুবিধে না হলে চিনিও মিশিয়ে নিতে পারেন এতে স্ক্রাবিং এর কাজ ও হয়ে যায়। এরপর কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
[৬] মুখ উজ্জ্বল করতে হলুদের ভূমিকা তো আছেই তাছাড়া হলুদ অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। ট্যান পড়া জায়গায় হলুদ আর বেসন ভালো করে মিশিয়ে আধ থেকে এক ঘন্টা লাগিয়ে রাখলেই উধাও সান ট্যান।
[৭] আলুর রস চিপে বের করে নিয়ে ট্যান পড়া জায়গায় কিছুক্ষণ লাগিয়ে রাখুন।
এছাড়া অবশ্যই মনে রাখবেন ট্যান রিমুভ করার পদ্ধতি প্রয়োগ করার পর কোনো ভাবেই বাইরে বেরোনও যাবে না। অথবা বাইরে বেরোলেও ছাতা, টুপি এবং স্ক্রাফ ব্যাবহার করুন। এছাড়াও ব্যাবহার করতে পারেন কোনো ভালোমানের সানস্ক্রিন ক্রিম বা লোশন।।

Journalist Name : Aankhi Banerjee

Tags:

Related News