বাজেট নিয়ে বড়ো ঘোষনা : কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

banner

#Pravati Sangbad Digital Desk:

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (২০২২-২৩ )অর্থবছরের জন্য কেন্দ্রীয় সীতারমন বাজেট পেশ করছিলেন। নির্মলা সীতারামন জানান, গত দুই বছরের বাজেটেই বেশ কিছু শুল্ক ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এই বাজেটেও সেই প্রবণতাকেই এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৩৫০টিরও বেশি পণ্যকে পর্যায়ক্রমে শুল্ক ছাড়ের আওতায় আনা হবে। এর মধ্যে রয়েছে কিছু কৃষিজাত পণ্য, রাসায়নিক, কাপড়, চিকিৎসা যন্ত্র এবং ওষুধ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৯০ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পাই। জিএসটি নিয়ে যাচ্ছে, সেই ভাগ পুরো দিচ্ছে না। রাজ্য থেকে টাকা তুলে নেয়, আর টাকা দেয় না। তাতেই বড় বড় নাম দেয়, কেন্দ্রের নামে চিঠি পাঠায়। ”মমতা আরও জানিয়েছেন, কোভিড অতিমারি, একের পর এক প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও বাজেট বরাদ্দ বাড়িয়েছে তাঁর সরকার। একই সঙ্গে কেন্দ্র এখনও দুর্যোগ বাবদ প্রাপ্য মেটায়নি বলে অভিযোগ করেন তিনি। জানান, ঘূর্ণিঝড় বুলবুলের সময়কার ৬ হাজার ৩৩৪ কোটি টাকা, আমফানের সময়কার ৩২ হাজার ৩১০ কোটি টাকা এবং ইয়াসের জন্য কেন্দ্রের কাছ থেকে এখনও ৪ হাজার ২২২ কোটি টাকা পায় রাজ্য।

তিনি বলেন,"আমাদের একাধিক সামাজিক স্কিম আছে। সেইগুলোতেও কাজ হচ্ছে। কর্মসংস্থান (বেঙ্গল বাজেট ২০২২) হচ্ছে। তাজপুর, ডেউচা পাচামি, অশোকনগর ও এনজিসি কাজ হচ্ছে। ৯০% এর উপরে পরিবার রাজ্য সরকারের পরিষেবা পেয়েছে। এত কোভিড মহামারী, সাইক্লোন থাকা সত্ত্বেও আমাদের কাজ চলছে। কেন্দ্রকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ড্রেজিং করেনি কেন্দ্র। এমনকি ফারাক্কা নদী ভাঙ্গন থেকে শুরু করে ঘাটাল কোনও কিছুর জন্যই টাকা নেই। শুধু কেন্দ্রীয় এজেন্সির জোরে আর ইলেকশন মেশনারির জোরে চারটে ভোটে জিতে বাজনা বাজাচ্ছে। ২০২৪ লোকসভা নিয়ে এখন থেকে চেঁচাচ্ছে। বাংলায় হেরেও লজ্জা নেই৷ আমি অনেক বাজেট করেছি। কিন্তু এমন দেখিনি। আগে কখনও এমনটা দেখিনি।"

Journalist Name : Debopriya Banerjee

Tags:

Related News