বাজারচলতি মূল্যের থেকে কম দামে মিলবে ১০কেজির রান্নার গ্যাস

banner

#Pravati Sangbad Digital Desk :

যেখানে প্রতিনিয়ত এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধিতে রীতিমতো হয়রান হয়ে পড়েছিল সাধারন মানুষ সেই মুহূর্তে দেশের মধ্যবিত্তের জন্য খুশির খবর নিয়ে এলো এলপিজি গ্যাস সরবরাহকারী সংস্থা ইন্ডেন! অতএব রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে আর চিন্তিত হয়ে লাভ নেই। এবার বাজারচলতি মূল্যের থেকে অপেক্ষাকৃত অনেক কম দামে মিলবে রান্নার গ্যাস! আশঙ্কা করা হয়েছিল যে পাঁচ রাজ্যে ভোট মেটার পরই জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম হয়ত বাড়বে। তবে এখনও পর্যন্ত সংস্থাগুলি গ্যাসের দাম বাড়ায় নি। আর এরই মধ্যে সুখবর। এবার মাত্র ৬৫২ টাকা খরচ করেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে আসা যেতে পারে বাড়িতে। দিল্লিতে বর্তমানে ১৪.১ কেজি গ্যাসের দাম ৯০০ টাকা। আগামী দিনে তা ১০০০ টাকা হয়ে যাবে। এদিকে দিল্লিতে ১০ কেজি কম্পোজিট গ্যাস সিলিন্ডারের দাম ৬৩৩.৫০ টাকা। মুম্বইতে এই ১০ কেজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে ৬৩৪ টাকায়। আর কলকাতায় এই ১০ কেজি সিলিন্ডারের দাম ৬৫২ টাকা। অন্যদিকে, চেন্নাইতে এই একই সিলিন্ডার কেনার জন্য দিতে হয় ৬৪৫ টাকা ও পাটনাতে দিতে হয় ৬৯৭ টাকা। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তেই একদম সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এই সিলিন্ডার। জয়পুরে এই সিলিন্ডারের জন্য ৬৩৭ টাকা দিতে হবে গ্রাহকদের। পাশাপাশি, লখনউতে এর দাম ৬৬০ টাকা এবং পাটনায় এটি প্রায় ৬৯৭ টাকার বিনিময়ে পাওয়া যাবে।

এছাড়াও, দেশের অন্যতম দু’টি মেট্রো শহরেও উপলব্ধ থাকছে এই সুবিধা। মুম্বাইতে ১০কেজি গ্যাস সহ কম্পোজিট সিলিন্ডারের দাম ৬৩৪ টাকা। এদিকে, কলকাতায় এর দাম ৬৫২টাকা। তবে উল্লেখ্য যে, কম্পোজিট গ্যাস সিলিন্ডার সবসাকুল্যে ১০কেজি গ্যাস ধারণ করে। পাশাপাশি, এই সিলিন্ডারগুলি সাধারণ সিলিন্ডারের তুলনায় অনেক হালকা হয়। এই সিলিন্ডার লোহার সিলিন্ডারের চেয়ে প্রায় ৭কেজি হালকা। যার কারণে এটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। এছাড়াও, মহিলা এবং বয়স্করা অত্যন্ত সহজেই এটি ব্যবহার করতে সক্ষম। এর তিনটি স্তর থাকলেও এগুলির খালি সিলিন্ডারের ওজন ১৭কেজি হয় এবং ভর্তি অবস্থায় এগুলির ওজন ৩১কেজির মত হয়। সবচেয়ে বড় ব্যাপার হল এই সিলিন্ডারের দৌলতে বাড়িতে গ্যাসের খরচও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায়। যেসব পরিবারে সদস্য সংখ্যা সাধারণত কম থাকে সেগুলির ক্ষেত্রেও এটি অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হয়।

Journalist Name : Debopriya Banerjee

Tags:

Related News