রাজ্যে আবারও শিক্ষক নিয়োগ

banner

#Pravati Sangbad Digital Desk:

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবারও বিরাট ঘোষণা।গত কয়েকদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যত সমস্ত শূন্যপদ রয়েছে  আগামী কিছুদিনের মধ্যে পূরণ করা হবে। রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্যে মোট ৩লক্ষ ৮৮হাজার শূন্যপদ তৈরি হয়েছে গোটা রাজ্যে। এই শূন্যস্থান পূরণ করা হবে জানা গিয়েছে প্রাইমারি, আপার প্রাইমারি এবং এসিসি-র মাধ্যমে। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিছিলেন গোটা রাজ্যে মোট ৩লক্ষ ৮৮হাজার শিক্ষক ও নন টিচিং স্টাফ শূন্যপদ রয়েছে। রাজ্যের প্রাইমারি  স্কুল থেকে শুরু করে আপার প্রাইমারি, হাইস্কুল প্রতিটি ক্ষেত্রেই শিক্ষকের প্রয়োজন। যার জন্য ইতিমধ্যে রাজ্যে বেশ কিছু বিদ্যালয় বন্ধের মুখে। গত ১০ জানুয়ারি, ২০২২ রাজ্যে প্রাইমারি টেট ২০১৭তে রেজাল্ট প্রকাশ পেয়েছে। তারপর থেকেই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ এর ওয়েবসাইট এ দিন দিন প্রবেশের সংখ্যা বেড়েই চলেছে। তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ এর ওয়েবসাইটে প্রবেশ করলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল ভিজিটরদের। তাই মূলত এরকম বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এর পক্ষ থেকে। রাজ্যের প্রাথমিক শিক্ষা পরিষদের থেকে পাওয়া খবর অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাশের পরীক্ষা শেষ হওয়ার আগে উত্তীর্ণ প্রাইমারি টেট ২০১৭ এর প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য এবং এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ডব্লিউ বি প্রাইমারি টেট ২০২২ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ওয়েবসাইট ক্লিক করলে  বিস্তারিত তথ্য জানতে পারবেন।

শূণ্যপদ গুলি নিম্নলিখিত: 
১/- রাজ্যে প্রাইমারি শিক্ষক -শূন্যপদ প্রায় ১ লক্ষ ৯০ হাজার। 
২/- আপার প্রাইমারি ও হাইস্কুল শিক্ষক - শূন্যপদ : প্রায় ১ লক্ষ ৪০ হাজার। 
৩/- উচ্চ মাধ্যমিক শিক্ষক : শূন্যপদ - প্রায় ২০ হাজার। 
৪/- প্রধান শিক্ষক : শূন্যপদ - প্রায় ৬ হাজার। 
৫/- নন টিচিং স্টাফ - গ্রুপ সি ও ডি : শূন্যপদ - প্রায় ৩০ হাজার।  
প্রাইমারি পর্ষদের আধিকারিক সুত্রে জানা গিয়েছে রাজ্যে পুরোনো নিয়োগ সম্পন্ন হলে নয়া টেট পরীক্ষার নোটিশ জারি করবে প্রাইমারি পর্ষদ। যদিও রাজ্যে লক্ষাধিক শিক্ষক খালিপদ রয়েছে কিন্তু পর্ষদ সুত্রে জানা যায় রাজ্যে ১৫ হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। 

Journalist Name : Aankhi Banerjee

Related News