ভারতীয় ডাকঘরে চাকরির সুযোগ; ৫৬ বছর বয়স অবধি আবেদন করা সম্ভব; জানুন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital Desk:

চাকরির বাজারে আবারও দেখা যেতে চলেছে সুখের খবর। একের পর এক শূন্যপদে চাকরির নিয়োগ চলছে। এবার প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে ভারতীয় পোস্ট অফিসে। মাদুরাই - স্টাফ কার ড্রাইভার, মোটর-সার্ভিস এমন বেশ কিছু পদে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই পদটির জন্য নিয়োগ প্রক্রিয়া। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ইতিমধ্যেই আবেদন করতে বলা হয়েছে এই পদের জন্য। কিভাবে করবেন আবেদন তা নিয়ে বিস্তারিত জানুন। ইতিমধ্যে এই পদের জন্য আবেদন করা শুরু হয়ে গেছে। এই পদের আবেদন করার শেষ তারিখ ১৭ই মে ২০২২। অফ্লাইন এর মাধ্যমেই পদের জন্য আবেদন করতে হবে। নীচে লিখিত ঠিকানাতে আবেদনকারীকে আবেদন জানাতে হবে। তবে আবেদনের পূর্বে indiapost.gov.in  - এই ওয়েবসাইট এ ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ে সমস্ত কিছু বিস্তারিত জানতে হবে।
মোট চারটি শূন্যপদের জন্যই নিয়োগ প্রক্রিয়া চলছে। এর মধ্যে আলাদা আলাদা ডিভিশনের জন্য রয়েছে এক একটি শূন্য পদ।
শিক্ষাগত যোগ্যতা এবং বয়স:-
প্রার্থীকে নূন্যতম ১০পাস করতে হবে স্টাফ কার ড্রাইভার পদের জন্য। এছাড়া আবেদনকারীর কাছে পুরনো লাইসেন্স থাকতে হবে গাড়ি চালানোর জন্য। এমনকি তা ৩বছরের পুরনো হতে হবে। চাকরির সুযোগ রয়েছে ভারতীয় ডাক বিভাগে তাও আবার সরকারি। এই পদের জন্য ৫৬বছর বয়স অবধি আবেদন করা সম্ভব। বিষয়টি আরো বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়তে হবে।
আবেদন করবেন কীভাবে ?
এই বিষয়ে সকলেরই সবচেয়ে বেশি কৌতুহল যে কিভাবে আবেদন করা সম্ভব। এজন্য করবে সবার প্রথমে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়তে হবে। এছাড়াও রয়েছে পোস্ট অফিসের ওয়েবসাইট। আবেদনকারীকে আবেদন পাঠাতে হবে - Senior Manager, Tallakulam, Mail Motor Service and Madurai - 625002 এই ঠিকানায়। তবে আবেদন পূর্বে যে অনুযায়ী আবেদন করতে বলা হবে সেই অনুযায়ী এবং সেই স্থানেই আবেদন করতে হবে। সঠিকভাবে আবেদন করা না হলে বাতিল হতে পারে আবেদন।

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News