সঙ্কটে শ্রীলঙ্কার মানুষজন; ১০ ঘন্টা ধরে প্রতিদিন শ্রীলঙ্কা বিদ্যুৎহীন

banner

#Pravati Sangbad Digital Desk:

তলানিতে এসে ঠেকেছে শ্রীলঙ্কার রাজকোষ। খুবই অবস্থা বেহাল শ্রীলঙ্কা সরকারের। টাকার নাকি আর দাম নেই। জানা গেছে, আর টাকা ছাপাবে না সিংহলি এমন কথাও ভাবা হচ্ছে। সেখানকার মানুষের অভাব অনটনের সময় চলছে। খেতে পাচ্ছেন না তারা। টাকা-পয়সা নেই একেবারেই। তাই অনেকে আবার পুরনো দিনের মতো কাঠ-কয়লাতেও রান্না করছেন। এমনই অবস্থা যে কেরোসিন কেনারও পয়সা নেই সেখানকার মানুষজনের কাছে। সবথেকে বড় সমস্যায় পড়তে হচ্ছে বিদ্যুৎ নিয়ে। দিনের প্রায় অর্ধেক সময়ই
বিদ্যুৎহীন হয়ে কাটাতে হচ্ছে শ্রীলঙ্কার মানুষদের। বৈদেশিক মুদ্রা মুদ্রা সংকটের দরুণ প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ বেশ কম। এছাড়াও আমদানি বিধিনিষেধের কারণেও শ্রীলংকার অবস্থা বেহাল। কর্মরতদের সূত্রে, দ্বীপরাষ্ট্রে বুধবার সকালে আরও ১০ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্নতা বাড়িয়ে দেওয়া হয়েছে। দেশটিতে ৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে চলতি মাসের একদম শুরু থেকেই। "তাপ বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি না পাওয়ার কারণে ঘাটতি হয়েছে ৭৫০ মেগাওয়াটের"-এমন কথাই জানা গেছে, পাবলিক ইউটিলিটি কমিশনের চেয়ারম্যান জনকা রত্নায়েক এর থেকে জানা গেছে। গাড়িচালকদের বুধ-বৃহস্পতিবার ডিজেল কেনার জন্য জ্বালানি স্টেশনের বাইরে না দাঁড়াতে বলেছেন রাজ্য-চালিত সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন। কারণ তার জন্য অর্থ প্রদান করতে অক্ষম ছিলেন সরকার। তবে এ চালনাটি কোথা থেকে এসেছে তা এখনো স্পষ্ট নয়। সিপিসি স্পষ্টভাবে জানিয়েছে, শুধুমাত্র শুক্রবারই  জাহাজটি খালাস হবে। সূত্রের খবর, জ্বালানি মন্ত্রী গামিনী লোকুগে বলেছেন, শ্রীলংকার সহযোগী সংস্থা এলআইসি থেকে ভারতীয় তেল কর্পোরেশন ৬হাজার মেট্রিক ডিজেল ক্রয় করবেন।

তার মতানুযায়ী, "এটি অত্যন্ত জরুরী পরিষেবা এবং এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়"। মন্ত্রী গামিনী বলেছেন, বৃহস্পতিবার ডিজেলের একটি চালান প্রত্যাশিত ছিল ভারতীয় ক্রেডিট লাইনের অধীনে। সম্প্রতি ভারত পেট্রোলিয়াম পণ্য ক্রয় করতে সাহায্য করার জন্য ফেব্রুয়ারি মাসেই পুর্ববর্তী ৫০০মার্কিন বিলিয়ান ডলার ক্রেডিট লাইনে পরে অর্থনৈতিক বিপদের মোকাবিলায় দেশটিকে আর্থিক সাহায্যের অংশ হিসাবে শ্রীলঙ্কাতে ১বিলিয়ন ডলার ক্রেডিট প্রসারিত করার জন্য ঘোষণা করেছেন। শ্রীলংকার অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আশ্বাস দিয়েছিলেন ভারতের অব্যাহত সমর্থনের।

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News