দীর্ঘ ২০ মাস পর খুলছে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান

banner

#Kolkata:

আজ 16 ই নভেম্বর খুলছে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের বন্দিদশা কেটে পুনরায় আগের মতনই পঠন-পাঠন প্রক্রিয়া শুরু হতে চলেছে । এই বিষয়ে জনস্বার্থ মামলা হলেও কলকাতা হাইকোর্ট তা খারিজ করে রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার নির্দেশ দেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ঠিক করা হয় যে পড়াশোনা অফলাইন এবং অনলাইন দুই প্রক্রিয়াতেই অর্থাৎ ব্লেন্ডেড মোডে হবে। আবার অনেক প্রতিষ্ঠান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় প্রত্যেক পড়ুয়াকে রোজ স্কুলে যেতে হবে না তার জন্য কয়েকটি নির্দিষ্ট দিন ঠিক করে দেওয়া হবে যা সপ্তাহে দুই বা তিন দিন ধার্য হবে।


 স্কুল, কলেজ খোলার নির্দেশিকা পাওয়ার পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত তৎপরতার সাথে শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর ক্লাসরুম স্যানিটাইজিং প্রক্রিয়া শুরু করে দেয়। ক্লাসে পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের মাস্ক ব্যবহার করেই পঠন-পাঠন প্রক্রিয়া চালাতে হবে। তবে এরপরেও চিন্তার ভাঁজ থেকে যাচ্ছে অভিভাবকদের কপালে। স্কুলে পাঠরত প্রায় সমস্ত পড়ুয়াদেরই ১৮ বছর না হওয়ায় ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন হয়নি তাই সংক্রমনের চিন্তা থেকেই যাচ্ছে। এদিকে রাজ্যে উৎসবের মরসুমে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী।


রাজ্য সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত কোভিড বিধি মেনেই খোলা হবে স্কুল এবং পড়ুয়াদের স্বাস্থ্যের কথা যথেষ্ট ভাবে চিন্তা করা হচ্ছে। নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ন'টা থেকে দুপুর তিনটে পর্যন্ত এবং দ্বাদশ ও দশম শ্রেণির ক্লাস হবে সকাল 10 টা থেকে বিকাল 4 টা পর্যন্ত এরকমটাই বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। যথেষ্ট দূরত্ব বিধি মেনে চালানো হবে ক্লাস। স্কুলে কোনভাবেই একসাথে বসে মিড-ডে-মিল খাওয়া যাবেনা বা মিড ডে মিলের কোন আয়োজন করা হবে না, আগের মতোই মিড ডে মিলের সমস্ত সরঞ্জাম পড়ুয়াদের বাড়িতে দিয়ে দেওয়া হবে। জ্বর সর্দি কাশির মতো কোনো উপসর্গ থাকলে পড়ুয়াদের অন্ততপক্ষে সাতদিন বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হবে।


কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখনই শুরু হচ্ছে না নবাগতদের ক্লাস| যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন কলেজে ক্লাস শুরু হলেও তা অন্তিম বর্ষের ভর্তি শুরু হচ্ছে এবং পড়ুয়াদের শুধুমাত্র প্রাকটিক্যাল ক্লাসেই উপস্থিত থাকার কথা উল্লেখ করা হয়েছে। হোস্টেল খুললেও তার ভিতরে যেন সমস্ত কোভিড বিধি মেনে চলা হয় সেরকমই নির্দেশ দিয়েছে সরকার।


তবে ধাপে ধাপে সমস্ত পড়ুয়াদেরই ক্যাম্পাসে এসে ক্লাস করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পড়ুয়াদের দুটি ডোজের ভ্যাক্সিনেশন প্রমাণপত্র দেখে তবেই আসার কথা বলা হচ্ছে।

 এদিন সকাল থেকেই রাজ্যের শহর থেকে শহরতলীতে সমস্ত এলাকাতেই স্কুল খোলার প্রভাব নজর কাড়ে। স্বভাবতই পড়ুয়া মুখিয়ে ছিল কবে তারা আবার পুরোনো নিয়মে তাদের পঠন পাঠন শুরু করতে পারবে আজ দীর্ঘ কুড়ি মাস পর তার অবসান ঘটে। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকার স্বাগত জানিয়েছে হাইকোর্টের এই নির্দেশ কে। এতদিন পরে পড়ুয়াদের স্বাভাবিকভাবেই খুশি শিক্ষক-শিক্ষিকাগণ।


Journalist Name : Sagarika Chakraborty

Related News