ঘুম থেকে উঠে রোনাল্ডো হতে চান কোহলি

banner

#Pravati Sangbad Digital Desk:

যদি কখনও ঘুম থেকে নিজের আমূল বদল চান, কোন অ্যাথলিট হতে চাইবেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ! আর সেই অকল্পনীয় ঘটনা ঘটলে কী করবেন তিনি? রোনাল্ডোর মস্তিষ্ক স্ক্যান করবেন। দেখবেন, কোথা থেকে এত মানসিক জোর পান সিআর সেভেন। এই ‘তিনি’ কে? বিরাট কোহলি ! রোনাল্ডোর ফিটনেস, দায়বদ্ধতা, ফুটবল প্রতিভার প্রতি তাঁর মুগ্ধতা বারবার প্রকাশ করেছেন বিরাট কোহলি। রোনাল্ডোর মতোই সাফল্যের মন্ত্র হিসেবে ফিটনেসকেই বেছে নিয়েছেন। পর্তুগালের সুপারস্টারই তাঁর পছন্দের অ্যাথলিট।
কোহলি এমনিতেই রোনাল্ডো ভক্ত। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকার প্রতি যে মুগ্ধতা অনেকবারই প্রকাশ করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। নিজে ফিটনেস নিয়ে খুব সচেতন, আর এ ব্যাপারে তিনি আদর্শ মানেন রোনালদোকে।
সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতেও রোনাল্ডোকে নিয়ে কথা বলেছেন কোহলি। যেখানে নিজের সবচেয়ে প্রিয় অ্যাথলেট হিসেবে রোনাল্ডো বেছে নিয়েছেন বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক। পরের প্রশ্নটাই ছিল বেশ মজার—ধরুন, কোহলি একদিন ঘুম থেকে উঠে দেখলেন তিনি রোনালদো হয়ে গেছেন। তখন প্রথম কোন কাজটা করবেন? কোহলির উত্তর, ‘সবার আগে মস্তিষ্কটা স্ক্যান করাব। এত মানসিক শক্তি কোত্থেকে আসে, তা বোঝার চেষ্টা করব।’ 
৩৭ বছর বয়সী রোনাল্ডো মানসিক শক্তি নিয়ে প্রশংসা কম হয় না। এই বয়সেও বিশ্বসেরাদের কাতারে নিজেকে ধরে রেখেছেন পাঁচবার ব্যালন ডি’অরজয়ী তারকা। গতি কিছুটা কমলেও তাঁকে নিয়ে এখনো আলাদা করে ছক কষতে হয় প্রতিপক্ষকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৩২ম্যাচে করেছেন ১৮গোল।
কোহলির উত্তর, ‘সবার আগে মস্তিষ্কটা স্ক্যান করাব। এত মানসিক শক্তি কোত্থেকে আসে, তা বোঝার চেষ্টা করব।’ 

৩৭ বছর বয়সী রোনাল্ডো মানসিক শক্তি নিয়ে প্রশংসা কম হয় না। এই বয়সেও বিশ্বসেরাদের কাতারে নিজেকে ধরে রেখেছেন পাঁচবার ব্যালন ডি’অরজয়ী তারকা। গতি কিছুটা কমলেও তাঁকে নিয়ে এখনো আলাদা করে ছক কষতে হয় প্রতিপক্ষকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মরসুমে ৩২ম্যাচে করেছেন ১৮গোল।
কোহলির যেমন ফিটনেস, তাতে একদিন তাঁকেও হয়তো অমন বয়সে রোনাল্ডোর মতো পারফর্ম করতে দেখা যেতে পারে। ভারতীয় তারকার মানসিক শক্তি নিয়েও তো কম প্রশংসা হয় না!
ইউটিউব চ্যানেলের ওই ভিডিওতে নিজের ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের ম্যাচ নিয়েও কথা বলেছেন কোহলি। বলেছেন আসলে দুটি ম্যাচের কথা। দুটিই ২০১৬ সালে। একটি আইপিএল ফাইনাল, যেখানে ২০৯ রান তাড়া করতে নামা বেঙ্গালুরু ভালো শুরু করেও ৮ রানে হেরেছিল। সে বছরই মুম্বাইয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারটাও বড় একটা ক্ষত হয়ে আছে কোহলির মনে। 

Journalist Name : Avijit Das

Related News