জ্বালানির অত্যাধিক দামবৃদ্ধিতে রাস্তায় কমছে বাস,কী বলছে সমীক্ষা

banner

#Pravati Sangbad Digital Desk:

বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তারই প্রভাবে  ভারতেও পেট্রল ডিজেলের দাম বাড়ছে। সম্প্রতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে সমগ্র বিশ্বে একাধিক জিনিসের দাম বাড়ছে। বাড়ছে জ্বালানির দাম ও তার সঙ্গে টেক্কা দিচ্ছে রান্নার তেল ও গ্যাসের দাম। একাধিক জিনিসের মূল্যবৃদ্ধির জেরে ধস নামছে মধ্যবিত্তের পকেটে। ভারতে সর্বকালীন রেকর্ড পেট্রল, ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১১৩ টাকা ৩ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৭টাকা ৮২পয়সা।
এই মূল্যবৃদ্ধির জেরে কমছে সরকারি বেসরকারি বাস, ট্যাক্সি, ওলা-উবেরের পরিসংখ্যান। কয়েক সপ্তাহ আগে ওলা-উবেরের ভাড়া বৃদ্ধি করা হয়েছে কিন্তু ভাড়া বাড়ানো হয়নি বাসের। বেসরকারি বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবী জানিয়েছেন। অন্যদিকে সরকারি ডিপো থেকে কম বেরোচ্ছে বাস। সূত্রের খবর, একটি বাস চালিয়ে প্রতিদিন যে টাকা আয় হয় তাতে জ্বালানি বাবদ খরচ ব্যায়ে ক্ষতি মালিকদের। উঠছে না তেলের দাম তাই না চাইতে সরকারি বাস কমছে রাস্তায়।
পরিসংখ্যান অনুযায়ী সিএসটিসি প্রথম ট্রিপে  বাস নামতো ৫৫০ টি এখন তা কমে হয়েছে ৩০০ টি। এই বাস দ্বিতীয় ট্রিপে বাস নামতো ৪৫০টি এখন তা কমে হয়েছে ২০০টি। সিটিসি প্রথম ট্রিপে বাস নামতো ২৫০টি এখন তা কমে হয়েছে ১০০টি। এই বাস দ্বিতীয় ট্রিপে বাস নামতো ১২০টি তা এখন কমে হয়েছে ৫৫টি।
পরিবহন সূত্রে জানাগেছে, প্রতি ডিপোকে সপ্তাহ পিছু এক টেঙ্কার তেল দেয়ায় হয় যার পরিমান ১২০০০ লিটার। যার দাম বছর দুই আগে ছিল ৮-৯ লাখ টাকা। কিন্তু বর্তমানে তেলের দাম বাড়ায় তার দাম বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখে। ফলে একটি ডিপোতে তেলের দাম বেড়েছে ৩-৪ লাখ টাকা।

বর্তমানে সিএসটিসি র রয়েছে ১১ টি ডিপো। অন্যদিকে সিটিসি র রয়েছে ১২টি ডিপো। ফলে প্রতি সপ্তাহে বাস চালানোর জন্য প্রয়োজন (১১+১২) ২৩ টেনকার তেল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কর্মীদের বেতন ও অন্যান্য খরচ বাদ দিয়ে ১০ ট্যাংকারের বেশি তেল কেনা সম্ভব হচ্ছে না মালিকদের। বাস ভাড়া না বাড়ায় আরও কঠিন সমস্যার মুখোমুখি বাস মালিকরা তাই অনিচ্ছাকৃত ভাবেই বাস কমাছেন বাস মালিকরা। টিকিট বিক্রি করে আগে সিএসটিসির আয় হত সোম- শুক্রু ৩০লাখ টাকা এখন যা ১৪ লাখে দাঁড়িয়েছে। ও শনি- রবি আয় হত প্রায় ১৫লাখ যা এখন ৮লাখ এ দাঁড়িয়েছে। তাই বাধ্য হয়েই কমছে বাস, অফিস টাইমে মিলছে না বাস, নিত্যযাত্রীদের বাড়ছে হয়রানি।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েচ্ছেন, " আমরা বহু দিন ধরেই বাসের ভাড়া বাড়ানোর দাবী জানিয়ে আসছি কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। এখন যা অবস্থা তাতে আমাদের পক্ষে আর বাস চালানো সম্ভব নয়। ফলে বাধ্য হয়েই মালিকরা রাস্তায় বাস কম নামাছেন। " অন্যদিকে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন,"পর্যাপ্ত সংখ্যক বাস রাস্তায় আমরা নামিয়েছি। যে সংখ্যক বাস চলে তাই চলছে। " 

Journalist Name : Sayani Chatterjee

Related News