শুরু হয়েছে পূর্ব রেলে নিয়োগ; মাধ্যমিক পাশ হলেই জানাতে পারেন আবেদন

banner

#Pravati Sangbad Digital Desk:

২০২২ সালের মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগের প্রক্রিয়া। যে যার নির্দিষ্ট বিজ্ঞতি দেখে আবেদন জানাচ্ছেন। ঠিক সেইভাবেই পূর্ব রেলের হাজারেরও বেশি অ্যাপ্রেন্টিস পদের জন্য ইচ্ছুক ও পরিশ্রমী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আবেদন করা হয়েছে। প্রার্থীরা অনলাইন মারফতও আবেদন করতে পারেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল সাইট RRCER এর www-rrcer  এর মারফত আবেদন করতে পারবেন। খবর সূত্রে জানা গেছে, এই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে ১১ই এপ্রিল থেকে। আবেদন করার শেষ তারিখ ১০ই মে অবধি। বিভিন্ন জেলার ভিডিশনে মোট হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই সীমীত সময়ের মধ্যেই যোগ্য প্রার্থীরা আবেদন জানান। আবেদন জানানোর পূর্বে অবশ্যই ভালোভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন এবং সেই অনুযায়ী আবেদন করবেন। নূন্যতম কোনো ভুল-ত্রুটি হলে, পুরো আবেদন পত্রটিই বাতিল হয়ে যাবে। হাওড়া বিভাগে মোট ৬৫৯ টি, শিয়ালদহ বিভাগে মোট ২৯৭ টি, লিলুয়া বিভাগে ৬১২টি, আসানসোলে মোট ৪১২ টি, ১৩৮ টি মালদা বিভাগের, ১৮৭ টি কাঁচড়াপাড়া বিভাগের পদে নিয়োগ প্রক্রিয়া  শুরু হচ্ছে।

আবেদনকারীর বোর্ডের পরীক্ষায় নুন্যতম ৫০ শতাংশ পাওয়া আবশ্যক। এমনি তাকে তার পূর্বের সমস্ত পরীক্ষাতেই প্রথমবারেই উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আবেদনকারীর কাছে জাতীয় বাণিজ্যিক শংসাপত্র থাকতে হবে যেটি হবে NCVT/ SCVT দ্বারা জারি করা। এই পদে নিয়োগ করার জন্য আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। যোগ্যতার উপর বিচার করেই এই পূর্ব রেল প্রশিক্ষণ শ্লটের জন্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ফি হিসেবে ১০০টাকা জেনারেল আবেদনকারীদের জন্য। কিন্তু, মহিলা, SC/ST/PWBD এদের জন্য আবেদনকারী প্রার্থীদের কোন ফি দিতে হবে না।

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News