পাঁচ দিন ব্যাপী র‍্যাপিড অ্যান্ড বিল্টজ প্রতিযোগিতা কলকাতায়, মেন্টর রূপে উপস্থিত বিশ্বনাথন আনন্দ

banner

#Kolkata:

টাটা স্টিল চেস ইন্ডিয়া র‍্যাপিড অ্যান্ড বিল্টজ টুর্নামেন্ট ২০২১ সালে তৃতীয় বারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে। মহামারীর দীর্ঘ দুই বছর পর এই গেম টুর্নামেন্টটি আবার তার গতিপথে ফিরে এসেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এইদিন উপস্থিত ছিলেন। তিনি একাধারে টুর্নামেন্টের অ্যাম্বাসেডর পাশাপাশি তরুণ খেলোয়াড়দের মেন্টরও। এই বছর কলকাতায় যে অভিজাত গ্র্যান্ডমাস্টারদের দাবার ময়দানে দেখা যাবে তারা হলেন লেভন অ্যারোনিয়ান, লে কোয়াং লিয়েন, স্যাম শ্যাঙ্কল্যান্ড, বিদিত গুজরাথি, আধিবান বাস্করান এবং গারিলা দ্রোনাভালি। ভারতের তরুণ ব্রিগেডের নেতৃস্থানীয় ব্যক্তিরা হলেন নিহাল সারিন, আর প্রজ্ঞানান্ধা, কার্তিকেয়ান মুরালি, ডি গুকেশ, রৌনক সাধওয়ানি, অর্জুন এরিগাইসি এবং আর বৈশালী- বর্তমান আন্তর্জাতিক দাবার ময়দানে এনারা উদীয়মান তারকা৷ এই প্রথম নারী খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে চলেছেন।


অনুষ্ঠানের শুরুতে লেভন আরোনিয়ান মন্তব্য করেন, "দাবা যে জনপ্রিয় হয়ে উঠছে তা বলতে গিয়ে আমি একটি মিশ্র অনুভূতি অনুভব করছি। আমি খুব খুশি যে সাম্প্রতিক দিনগুলিতে খেলাটি ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু একই সাথে আমি চিন্তিত যে দাবা অনলাইন খেলা বেশি হচ্ছে।” তিনি আরো বলেন,"তা ছাড়াও, এই অফবিট পরিস্থিতিতে খেলার ধারাবাহিকতা বজায় রাখা খুবই গুরত্বপূর্ণ।"

টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বিশ্বনাথন আনন্দ মন্তব্য করেন, "এই মুহূর্তে আমাদের একটি গতিশীল পরিস্থিতি রয়েছে এবং আমি আশা করি যে অনেক তরুণদের আরও দাবার রান অর্জন করতে হবে। ভারতে আরও দাবা প্রতিযোগিতা হওয়া উচিত।" 


টাটা স্টিল এবং র‍্যাপিড ও বিল্টজ-এর যৌথ উদ্যোগে আয়োজিত দাবা প্রতিযোগিতা পাঁচ দিন ধরে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। করোনা পরিস্থিতি মাথায় রেখে নির্ধারিত নিয়ম মান্য করা হচ্ছে বলেও এই দিন আয়োজকরা জানান।


Journalist Name : Satarupa Karmakar

Tags:

খেলা
Related News