Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

১০ হাজার কোটি টাকার বেশী বিনিয়োগ করবে আদানিরা, ২০ থেকে ২৫ হাজার নতুন কর্মসংস্থান

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসরে মোট ১৪ টি দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। আমেরিকা, ইতালি, নেদারল্যান্ড, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান কেনিয়ার মতো শিল্প প্রতিনিধিরা এখানে আসছেন। উল্লেখ্য, মমতার সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এদিন প্রথম সম্মেলন হচ্ছে। 
বাণিজ্য সম্মেলনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় গৌতম আদানি। শিল্পপতি নীরঞ্জন হিরা নন্দানি বলেন, গোটা বিশ্ব যখন মন্দায় আক্রান্ত তখন মমতার নেতৃত্বাধীন বাংলা ৭.২ শতাংশ সার্বিক বৃদ্ধির ম্যাজিক দেখিয়েছেন। তাঁর সংস্থা বাংলায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে। গৌতম আদানির বক্তব্যে পথ সাথী, সবুজসাথীর মতো বাংলার প্রকল্পেরও প্রশংসা করতেও শোনা যায়। তিনি ঘোষণা করেন, বাংলায় ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে আদানি গ্রুপ, তাতে ২০ থেকে ২৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে।
আজ আদানির কথার সুর ধরেই মমতা বাংলার মেয়েদের অগ্রগতির কথা জানালেন শিল্প সম্মেলনের মঞ্চে। তিনি জানান, বাংলাই প্রথম রাজ্য যারা কোভিডের পর শিল্পে মনোনিবেশ করেছে, ‘‘বাংলার সরকার ক্রমশ এগোচ্ছে। বাংলার সূর্যোদয় হচ্ছে। প্রতি সকালে বাংলার নতুন উদয় হচ্ছে।’’এছাড়াও তিনি বলেন,ভৌগলিক অবস্থান এবং পরিকাঠামোয় এগিয়ে রয়েছে বাংলা, আর দক্ষিণ -পূর্ব এশিয়ার দেশগুলির প্রবেশ দ্বারই হলো এই বাংলা। এখানে ২০০টিরও বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে। উল্লেখ্য, রাজ্যপালকে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করলেন, বাংলায় বাণিজ্য করতে গিয়ে যাতে শিল্পপতিদের কোনও অসুবিধা না হয় যাতে তারা  কেন্দ্রের সহযোগিতা পায় সেদিকে তিনি যেন একটু নজর রাখেন। গত দু'বছর করোনার কারণে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করা সম্ভব হয়নি। তাই এবারের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে মমতা একটু বেশিই গুরুত্ব  দিতে চাইছেন।
মুখ্যমন্ত্রী জানান, করোনার পর পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যারা এই সম্মেলন করল। অন্য কোনও রাজ্য এখনও করতে পারেনি। বাংলা এগিয়ে। সরকার আশাবাদী, এবারের সম্মেলনও সাফল্য পাবে। এর আগের সম্মেলনগুলিতেও বাংলায় বিনিয়োগ এসেছে বলে দাবি করেন তিনি। 
রাজ্যপালের বক্তব্য দিয়ে শুরু হয়েছে সম্মেলন। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী মমতা এবং তাঁর উদ্যোগের প্রশংসা করেন আজ। জগদীপ ধনখড় বলেন, ‘আন্তর্জাতিক বিনিয়োগের জন্য আদর্শ জায়গা বাংলা। বাংলা আজ যা ভাবে, দেশ আগামিকাল তা ভাববে। ভৌগলিক অবস্থানের কারণে বাংলা বিনিয়োগের জন্য ভালো জায়গা।’ 
বাংলাকে গেটওয়ে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জানান, বাংলা দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে। এখানে বিনিয়োগ করলে নেপাল, ভুটান, সিঙ্গাপুরেও ব্যবসা ছড়িয়ে পড়বে,
পাশাপাশি রাজ্যপাল এদিন বার্তা দেন যাতে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাজ করে। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে সব ভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার উন্নয়নের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদীও।’
‘অতিমারি পরিস্থিতিতেও বাংলার জিডিপি বৃদ্ধি উল্লেখযোগ্য। ভারতের জিডিপি ছিল মাইনাস, আমরা ছিলাম প্লাস। রাজস্ব আয় ৪ শতাংশ বেড়েছে। এই কথা বলছি কারণ আপনাদের এখানে ব্যবসা করতে সুবিধা হবে।‘ মমতা এদিন আরও বলেন, ‘১০০ দিনের কাজে বাংলা শীর্ষে, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে শীর্ষে বাংলা, সংখ্যালঘু স্কলারশিপে বাংলা শীর্ষে। গ্রামীণ আবাসন নির্মাণে আমরা এক নম্বরে। আমরা ধান উৎপাদন থেকে ই-টেন্ডারে এক নম্বরে।‘ পাশাপাশি ধর্মীয় সম্প্রীতির কথাও তুলে ধরেন মমতা।
বক্তৃতার শেষে রাজ্যপালকে উদ্দেশ্য করে বলেন, 'আমরা কেন্দ্রের সমস্ত সহযোগিতা চাই। আর দেখবেন এজেন্সিগুলি যেন শিল্পপতিদের বিরক্ত না করে।' 

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News