দেশের সব থেকে বড় বীমা সংস্থার বেসরকারিকরণের পথে কেন্দ্রীয় সরকার

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশের সব থেকে বড় বীমা সংস্থা অর্থাৎ Life Insurance Corporation Of India (LIC) এর ১০ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব পেশ করলেন অর্থ মন্ত্রী নির্মলা সীতারামাণ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ কোটি টাকা। এই প্রস্তাবের মূল উদ্দেশ্যেই হল সরকারের অর্থ ভান্ডারের ঘাটতি মেটানো।  

এই প্রস্তাবে বলা হয়েছে শুধুমাত্র ১০ শতাংশই বিক্রি করা হবে বাকি ৯০ শতাংশ কেন্দ্রের অধীনস্থ থাকবে, ফলে সাধারণ মানুষ কোন রকম সমস্যার সম্মুখীন হবেন না। কিন্ত মানুষের মনে ক্রমেই উদ্বেগের সৃষ্টি হচ্ছে কারণ তারা মনে করেন বেসরকারিকরণের ফলে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন। এছাড়াও এই সংস্থার সাথে অনেক মানুষ যুক্ত তাদের মধ্যে কেউ এজেন্ট কেউ বা কর্মচারী স্বভাবতই যার ফলে তাদের মনে রুজি রোজগার নিয়েও সংশয় প্রকাশ পাচ্ছে, এছাড়া সাধারণ মানুষ মনে করছেন তাদের বিনিয়োগকৃত অর্থ LIC বেসরকারিকরণের ফলে যদি তাদের হাতে আর না ফিরে আসে। LIC তে মোট বিনিয়োগকৃত অর্থের পরিমাণ ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৬০০ কোটির বেশি ।  অর্থাৎ LIC বেসরকারিকরণের ফলে যে শুধুমাত্র কর্মচারীদের রোজগার হারানোর আশঙ্কা প্রকাশ পাচ্ছে তাই শুধু নয়, তার সাথে বিনিয়োগকারির সংখ্যা কমে যাওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে।


স্বভাবতই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, LIC কর্মীরাও এই প্রস্তাবের বিরুদ্ধে রাস্তার নেমে পড়েছে। তবে কেন্দ্রীয় সরকারের বক্তব্য শুধুমাত্র সরকারের লক্ষ্য পূরণের জন্য যতটুকু দরকার অর্থাৎ ১০ শতাংশ শেয়ারই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। এছাড়া বিলগ্নিকরনের ফলে শুধু যে ক্ষতির আশঙ্কা প্রকাশ পাচ্ছে তা নয়, এর ফলে সংস্থার কাজে প্রগতির সাথে সাথে শৃঙ্খলতা আসবে।

LIC এর ১০০% ভাগই সরকারের হাতে  তাই সরকার নিজেদের প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা পূরণের জন্য তা বিক্রি করতেই পারে। তবে তাতে সাধারণ মানুষ যুক্ত কর্মীদের ক্ষতির কথা অবশ্যই নজরে রাখা উচিত। এর আগেও বহু সরকারি সংস্থা বিক্রির পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। তারমধ্যে রেল ও IDBI উল্লেখ্য। ২০২০-২০২১ সালে সরকারি রাজস্ব পূরণের জন্য এলআইসি শেয়ার বিক্রির কথা ভেবেছিল সরকার যার মাত্রা প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা এমনটাই ঘোষণা কর করেন অর্থমন্ত্রী।  গতবছর আরো কয়েকটি সংস্থার শেয়ার বিক্রির ঘোষণা করা হয় যার মধ্যে বিপিসিএল এয়ার ইন্ডিয়া উল্লেখ্য। তবে করো না পরিস্থিতির কারণেই তা হয়ে ওঠেনি ফলে ঘাটতি থেকে গেছে ২.১ লক্ষ কোটি টাকা।


গ্রাম থেকে গ্রামান্তরে বহু মানুষ LIC কে নির্ভরযোগ্য  স্থান  হিসেবে পেয়ে এসেছে তবে সরকারের স্বার্থসিদ্ধি তে শেয়ার বিক্রি করে দিলে তাদের ভরসার স্থান থাকবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে বেশ কিছু বিশেষজ্ঞের মতে সরকারের এই পদক্ষেপে কোনো ক্ষতি হবে না বলেই আশ্বাস  দিয়েছেন। তবে সরকারের  কথা অনুযায়ী LIC  তে ৬-৭ শতাংশ বিক্রি করলে তাতে মালিকানার ওপর কোনো প্রভাব পড়বে না বরং কাজের স্বচ্ছতা অনেক বেশি বাড়বে।


Journalist Name : Sagarika Chakraborty

Related News