Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

বানিজ্যে বসতে বাংলা

banner

#Pravati Sangbad Digital Desk:

টানা দুই বছর বিরতির পর  বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার নিউটাউনে  পুনরায় অনুষ্ঠিত হয়েছে  ষষ্ঠতম বঙ্গ বানিজ্য সন্মেলন যা চলবে ২০ এপ্রিল থেকে ২১শে এপ্রিল পর্যন্ত। বাংলাদেশ, ভূটান, কোরিয়া, জাপান, কেনিয়া, অস্ট্রেলিয়া, ইতালি, নেদারল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য(ব্রিটেন), ফিনল্যান্ড, নেপালের মতন দেশগুলির অগ্রগণ্য বাণিজ্য ব্যাক্তিত্বরা অংশগ্রহণ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, অতিমারি পরবর্তী সময়ে ‘ফিজিক্যাল বিজনেস সামিট’এর প্রথম আয়োজক রাজ্য হিসেবে পরিগনিত হল পশ্চিমবঙ্গ। বহু খ্যাতনামা ও সুপ্রতিষ্ঠিত বিজনেস টাইকুনের উজ্জ্বল উপস্থিতি এই সন্মেলনের মূল প্রাপ্তি এঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রী গৌতম আদানি, শ্রী সঞ্জীব গোয়েঙ্কা, শ্রী শচীন জিন্দল, শ্রী হর্ষ নেওটিয়া, শ্রী টি.ভি. নরেন্দ্রন এবং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী শ্রী টিপু মুন্সী। আগামী দশ বছরে পশ্চিমবঙ্গের শিল্প ও বানিজ্য ক্ষেত্রে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন বলে এ দিন ঘোষণা করেন শ্রী গৌতম আদানি ,অন্যদিকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন ‘স্ট্র্যাটেজি অফ ওয়ার্ল্ড ক্লাস ইকনমি’র অন্তর্ভুক্ত আট টি স্তম্ভের মাধ্যমে বাংলার উন্নয়নের বিভিন্ন চিত্র গুলি তুলে ধরেন। লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থসাথীর উপর আলোকপাত করেন। এ দিন মুখ্যমন্ত্রী আরও জানান যে বাংলার আরও এক প্রাপ্তির মধ্যে ‘স্কিল ডেভেলপমেন্ট ‘ এর  জন্য  আয়োজিত ‘উৎকর্ষ  বাংলা’ প্রোগ্রাম। ষষ্ঠ স্তম্ভ ‘বাংলার বাণিজ্য ক্ষেত্রে অগ্রগতির’ প্রসঙ্গে আলোচ্য বিষয়ের মধ্যে  আরও যে কর্মসূচী এবং প্রস্তাবনা গুলি ছিল তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল ‘টু সিস্টার পলিসি’ যার মাধ্যমে কৃষি এবং শিল্পে সমান ভাবে উন্নয়ন হওয়া সম্ভব।ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি  এবং বৃহৎ শিল্প, গ্রামীণ হাউসিং, মাইনরিটি স্কলারশিপ এবং একশো দিনের কাজ সবেতেই বাংলার অগ্রগতি লক্ষণীয় এবং প্রায় শীর্ষস্থানীয় বলেই জানান মাননীয়া। পশ্চিমবঙ্গের মার্কেট চাহিদাভিত্তিক এবং এখানকার মানুষের গ্রহণ ক্ষমতা বেশি হওয়ায় বিনিয়োগের সুযোগ বেশি।বাংলার সঙ্গে উত্তরপূর্ব ভারতের এবং দক্ষিন পূর্ব এশিয়ার সহজ সংযোগ (প্রবেশপথ) থাকাটাও একটা প্লাস পয়েন্ট।নবতম কর্মসূচীর মধ্যে  ‘তাজপুর সি রুট, ’গ্যাস পাইপলাইন’, ‘টেক্সটাইল পার্ক’, ‘জনসাধারনের জন্যে ২৪x৭ বিদ্যুৎ সরবরাহ’। ভারতের সাপেক্ষে বাংলায় আয়হীনতা ৪০% কম এবং পরবর্তী লক্ষ্য ‘ইন্ডাস্ট্রিয়াল সেক্টর’ এমনটাই জানান মুখ্যমন্ত্রী। অন্যতম অংশগ্রহণকারী দেশ জাপানের বানিজ্যিক সংস্থান ‘টেরা মোটরস’ এর কর্ণধার মিঃ আকিহিরো ইয়ুএডা আমাদের প্রতিনিধি পায়েল দাসকে জানান যে পশ্চিমবঙ্গে তাঁরা ‘ইলেকট্রনিক ভেহিকল’ পরিষেবার ক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছেন,এছাড়া স্থাপিত হবে ‘ইলেকট্রনিক চার্জিং স্টেশন’। তিনি আরও জানান যে ক্রেতা দের  আর্থিক সুরক্ষার ব্যাপারটাও দেখভাল এবং সাপোর্ট করার জন্য আছে তাদের ফিনানশিয়াল সংস্থা’ ‘টেরা ফিনানস’। ওনাদের ভেহিকলস এর প্রকার দ্বয় হল প্যারা মোটরস (তিন চাকার যান) এবং টু  হুইলার। এছাড়া ই- রিক্সা চালক দের আয় যাতে বৃদ্ধি পায় এবং তারা যাতে যানটি কিনতে পারেন সেটাও দেখবে এই সংস্থা,এমনটাই বক্তব্য মিঃ ইয়ুএডার।

Journalist Name : Payal Das

Tags:

Related News