সুপ্রিম কোর্টের নির্দেশ, "টীকা নিতে কাউকে বাধ্য করা যাবেনা"

banner

#Pravati Sangbad Digital Desk:

করোনার টিকা নিতে  কাউকে বাধ্য করা যাবে না। সোমবার এমনই রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। তবে একথাও  সুপ্রিম কোর্ট জানিয়েছে, বর্তমান টিকাকরণ নীতিকে অযৌক্তিক বলা যায় না। তবে টিকা না নেওয়ার ফলে জনগণকে যে সব বিধিনিষেধের মুখোমুখি হতে হয়, তা ঠিক নয়। ইতিপূর্বে, সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, জনসাধারণ এবং চিকিত্‍সকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে টিকা নেওয়ার ফলে শারীরিক অসুস্থতা হয়েছে, এমন ঘটনা নথিবদ্ধ করতে হবে। সেই তথ্য জনসাধারণ যাতে পায়, সে ব্যবস্থাও করতে হবে। তবে কোনও ব্যক্তির তথ্যের সঙ্গে যাতে কোনও আপস না করা হয়, তা-ও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদালত আরও বলেছে কোনও কোনও রাজ্য সরকার কিংবা সংস্থায় টিকা বিহীন লোকেদের প্রবেশ সীমাবদ্ধ করা নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, সেই আদেশ প্রত্যাহার করা উচিত।কাউকে বাধ্য করা যাবে না আর এব্যাপারে সুপ্রিম কোর্ট সংবিধানের  ২১ নম্বর ধারার কথা উল্লেখ করে যেখানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকের মতে, কাকে প্রাধান্য দিতে হবে ব্যক্তিস্বাধীনতার অধিকার না করোনার বিরুদ্ধে লডা়ইয়ে টিকাকরণ কর্মসূচি?
উল্লেখ্য, এতদিন টিকা না নেওয়া থাকলে ট্রেন ও বিমানযাত্রায় অনুমতি মিলছিল না। এই ব্যক্তিরা দোকান-বাজার-মলের মতো জনবহুল স্থানেও প্রবেশাধিকার পাচ্ছিলেন না। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, কোভিড আচরণ বিধি সকলকেই মানতে হবে। তবে টিকাবিহীন ব্যক্তিদের জনবহুল স্থানে যাওয়ায়, বা কোনও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া চলবে না। তবে সংক্রমণ কম থাকলেই এই বিষয়টি প্রযোজ্য হবে। 

এদিকে সপ্তাহের শুরুতে দেশের কোভিড  গ্রাফ সামান্য আশার আলো দেখাচ্ছে। সামান্য নিম্নমুখী করোনা সংক্রমণের হার। কমেছে মৃত্যুও। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, সোমবার নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১৫৭ জন, রবিবারও যা ছিল ৩৩২৪ জন। সেই তুলনায় সোমবার আক্রান্তের সংখ্যা খানিকটা নিম্নমুখী।
প্রসঙ্গত,দেশে ১৮৯ কোটির বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে সরকারি তথ্য অনুসারে এখনও পর্যন্ত দেশে ১৮৯ কোটির বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এপ্রিলে সব প্রাপ্ত বয়স্কদের জন্য বুস্টার ডোজের অনুমোদনের পরে এবার ৫ বছরের বেশি বয়সীদের জন্য শিশুদের টিকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর কিছু দিন আগেই কেন্দ্রের তরফে ৮ থেকে ১২ বছর বয়সিদের টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। সব কিছু ঠিক থাকলে শীঘ্রই এই টিকাকরণ চালু হবে বলেও কেন্দ্র জানিয়েছিল। উল্লেখ্য, তামিলনাড়ু, মহারাষ্ট্র বা মধ্য প্রদেশে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে সরকারের তরফে।

Journalist Name : SRIJITA MALLICK

Related News