Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 15, 2024

কৃষকদের জয়, তিন কৃষি আইনই প্রত্যাহার প্রধানমন্ত্রীর

banner

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে তিন কৃষি আইনই প্রত্যাহারের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতদিন করে আসা বিপ্লবের জয় ঘটল অবশেষে গত কাল। শুক্রবার গুরু নানকের জন্মদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে তিন কৃষি আইনই ফিরিয়ে নেওয়া হবে। গুরু নানকের জন্ম তিথিতে সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়ে তার এই সিদ্ধান্ত। তিনি জানান যে আমাদের উদ্দেশ্য সৎ ছিল কিন্তু এর গুরুত্ব আমরা কৃষক বন্ধুদের বুঝিয়ে উঠতে পারিনি।


তিন কৃষি আইন কে বল প্রয়োগ করার জন্য প্রায় অনড় ছিল কেন্দ্র। তবে তিনি এও জানান যে সরকারের কিছু গাফিলতি ছিল যার ফলে বিপ্লব চরম আকার ধারণ করেছিল। আন্দোলন ছেড়ে এবারে কৃষক বন্ধুদের আবার তাদের নিজের কাছে ফিরে আসতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তিনি এদিন বলেন “আসুন সব নতুন করে শুরু করা যাক আবার, এখন কাউকে দোষ দেওয়ার সময় নয়ʼʼ।


২০২০ সালে তিনটি কৃষি আইন প্রণয়ন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় আঠারো মাসে যার জন্য আন্দোলন করে কৃষকরা। এই তিনটি কৃষি আইন ছিল


১) কৃষকদের উৎপাদন ব্যবসা ও বাণিজ্য (প্রচার ও সুবিধাদি) বিল।


২) কৃষকদের(ক্ষমতায়ন এবং সুরক্ষা) মুর আশ্বাস এবং খামার পরিষেবার চুক্তির বিল।


৩) অত্যাবশ্যক পণ্য(সংশোধনী) বিল।


কৃষকদের ধারণা ছিল সরকার যতই এই আইন গুলির ভালো দিক উল্লেখ করুক আখেরে ক্ষতিই হবে তাদের। এতে কৃষক এবং বাজেটের মধ্যে তৈরি হবে দূরত্ব লাভ করবে মধ্যস্বত্বভোগীরা। তাদের প্রাপ্য সহায়ক মূল্য তারা আর পাবে না। তবে সরকার বরাবরই বুঝি এসেছে এতে লাভ হবে কৃষকদের, বাড়বে আয়ও এবং আগের মতনই তাদের প্রাপ্য সহায়ক মূল্য তাদেরকে দেওয়া হবে।  গত ৫ ই জুন ২০২০ তে তিন নতুন কৃষি আইন পেশ করে কেন্দ্র। ১৪ই সেপ্টেম্বর ২০২০, পার্লামেন্টের সামনে আনা হয় এই তিন আইন। ১৭ই সেপ্টেম্বর ২০২০ তে লোকসভায় পাস হয় কৃষি বিল আইন। এই তিন আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার প্রতিবাদ করে কৃষক ইউনিয়ন পঞ্জাব দিল্লী হরিয়ানা উত্তরপ্রদেশ পর্যন্ত সব জায়গাতেই ওঠে আন্দোলনের ঝড়। কৃষকেরা অনশন থেকে শুরু করে ঘেরাও ধরনা দেওয়া রেল অবরোধ-বিক্ষোভ সবই করে।


 এই সবকিছুর পরে অবশেষে নতি স্বীকার করে কেন্দ্র। তবে গুরু নানকের জন্মদিনের দিনই এমন ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক দলের একাংশ। কারণ কৃষক আইন প্রত্যাহারের জন্য যে বিক্ষোভ দেখা দেয় তাতে কৃষকের একটা বড় অংশই পাঞ্জাব গোষ্ঠী এবং আগামী বছরের শুরুতেই পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বিধানসভা ভোট।


Journalist Name : Sagarika Chakraborty

Related News