অবশেষে ৬বছর পর হতে চলেছে এস.এস.সি পরীক্ষা

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিশেষ করে যারা শিক্ষক হতে চান। কারণ খুব তাড়াতাড়ি রাজ্যে নিয়োগ করা হবে স্কুল শিক্ষক। একই সঙ্গে নিয়োগ করা হবে প্রধান শিক্ষক।শিক্ষক নিয়োগ-দুর্নীতি তদন্তের মাঝেই রাজ্যে ফের হচ্ছে শিক্ষক নিয়োগ। ৬বছর পর রাজ্যে শিক্ষক নিয়োগ হতে চলেছে আজ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ দুর্নীতি তদন্তের মধ্যেই ফের রাজ্যের মাধ্যমিক  উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হতে চলেছে দ্রুতই প্রকাশিত হবে নিয়োগ বিজ্ঞপ্তি জানালো স্কুল সার্ভিস কমিশন ।
নবম-দশম অর্থাত্‍ মাধ্যমিক স্তরে এবং একাদশ ও দ্বাদশ  তথা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ হতে চলেছে কত শূন্য পদ ,পরীক্ষার তারিখ ও যাবতীয় তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হবে বলেই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরেই এস.এস.সি কর্তৃপক্ষকে নিয়োগের বিষয়ে সবুজসংকেত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু ।
শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ হবে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর। প্রসঙ্গত ২০১৬ সালের পর দীর্ঘ ৬ বছর পর ফের জারি হতে চলেছে স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিকভাবে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ও প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে। এখনও ধর্মতলায় ধর্না আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মশিক্ষা ও শারীর-শিক্ষার চাকরিপ্রার্থীরা। এসবের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের এই বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। 
উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে রাজ্যকে। এর মাঝেই এবার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে শূন্যপদ, পরীক্ষার তারিখ ও অন্যান্য যাবতীয় তথ্য বিশদে জানানো হবে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই খুশি হওয়া শিক্ষক পদপ্রার্থী পরীক্ষার্থীদের মনে। সূত্রের খবর, পরের মাস থেকেই অর্থাত্‍ জুন থেকেই শুরু হয়ে যাবে স্কুলে প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া। তার পরের মাসে, পুজোর আগেই সহকারী শিক্ষক ও অন্যান্য শিক্ষক  নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। কত শূন্য পদ আছে তাও এখনও জানানো হয় নি।

Journalist Name : SRIJITA MALLICK

Related News