রাজ্যে ৭৩৮ জন লাইব্রেরিয়ান নিয়োগ করছে নবান্ন

banner

#Pravati Sangbad Digital desk:

চাকরি প্রার্থীদের জন্য এক বিশাল সুযোগ প্রায় ৭৩৮ লাইব্রেরিয়ান পদের জন্য নিউ প্রক্রিয়া শুরু করছে নবান্ন। লাইব্রেরী সাইন্স নিয়ে পড়াশোনা ও  ডিগ্রী হতো বহু আগে থেকে। কিন্তু সেই তুলনায় গ্রন্থাগারিক নিয়োগ হত খুবই অল্প সংখ্যক। একেবারে এতসংখ্যক নিয়োগ প্রক্রিয়া এই প্রথম হল নবান্ন থেকে। প্রায় ১৫ মাস হয়ে গেল লাইব্রেরিয়ান নিয়োগ এর জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছিল। গত বৃহস্পতিবার জেলাশাসকদের বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে লাইব্রেরিয়ান পদে নিযুক্ত কারণের জন্য। লাইব্রেরিয়ান নিযুক্তি করনের জন্য একটি সিলেকশন কমিটি গঠন করা হবে এবং সেটি গঠন করবে লোকাল লাইব্রেরী অথরিটি এই অথরিটির মাথা হল জেলাশাসক। তাই জেলাশাসককেই পাঠানো হয়েছে নিয়োগপত্রের বিজ্ঞপ্তি। যারা লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি এতদিন ধরে ধারণ করেছিল সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন করা যাবে অনলাইনে। বহুদিন পরে লাইব্রেরিয়ান পদে নিযুক্ত করেন শুরু হয়েছে তাই যত দ্রুত সম্ভব পরিশুদ্ধতার সাথে এই প্রক্রিয়া শেষ করতে হবে জানিয়েছে নবান্ন। এছাড়াও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেও নাম চাওয়া হবে। একসাথে এত লাইব্রেরিয়ান পদে নিযুক্ত করনের আসল কারণ হলো ছাত্র এবং যুব সমাজকে অনেক বেশি করে বইমুখী করে তোলা। এছাড়াও অনেক লাইব্রেরী সাইন্স এর ছাত্রছাত্রী আছে যারা চাকরির জন্য মুখিয়ে থাকে তাই তাদের জন্যও এটি সুবর্ণ সুযোগ।
এ সংক্রান্ত যাবতীয় তথ্য সংবাদমাধ্যমে ১৭ই মে দেওয়া হবে এছাড়াও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ১০ই জুন পর্যন্ত নাম গ্রহণ করা হবে। ১০ জুন পর্যন্ত অনলাইনেও আবেদন করার শেষ তারিখ। আবেদন প্রক্রিয়া হয়ে গেলে ইন্টারভিউ নেয়া হবে ১৪ই জুলাই থেকে ১৮ই জুলাই পর্যন্ত এরপর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫শে জুলাই। অনেক কম সংখ্যায় আবেদন হত বলে প্রায় অনেক ছাত্র-ছাত্রী এতদিন বসেছিল ফলে আবেদনকারীর সংখ্যা শূন্যপদের তুলনায় অনেক বেশি হতে পারে বলে ধারণা। সেই মতই আবেদনপত্রটি জমা পরল ইন্টারভিউতে বেশিসংখ্যক প্রার্থীদের ডাকা হবে বলে জানানো হয়েছে। এই ইন্টারভিউতে আবেদনকারীদের কম্পিউটার এবং বাংলা জ্ঞান সম্পর্কে জানা হবে।

নিয়োগপত্র বেশি হবে উত্তর ২৪ পরগনা তে ৬০ জন, পূর্ব বর্ধমান এ ৫৫জন দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে ৫২ জন ও কলকাতায় ৪০ জন। এছাড়াও আলিপুরদুয়ারে ৬ জন বাঁকুড়ায় ৩১ জন বীরভূমে ৩৮ জন দক্ষিণ দিনাজপুরের ১৪ জন দার্জিলিংয়ের ২১ জন হাওড়ায় ৩৬ জন জলপাইগুড়িতে ১৮ জন এগুলো ছাড়াও ঝারগ্রাম মালদা মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া উত্তর দিনাজপুর রাজ্যের প্রায় সব জেলাতেই গ্রন্থাগারিক পদে নিয়োগ হবে। রাজ্যে আছে প্রায় ২৪৮০ টি লাইব্রেরী এর মধ্যে বেশিরভাগই কর্মীহীন। গত বছরের ডিসেম্বর পর্যন্ত প্রায় চার হাজারেরও বেশি পদ খালি পড়ে আছে বলে দাবী। এত সংখ্যায় নিয়োগ হলে উন্নতি হবে লাইব্রেরীগুলো। এছাড়াও মডেল গ্রন্থাগার করা হবে প্রায় ৮০ টি জায়গায়।

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News