Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

সপ্তাহ শেষের সকালে বাজার খুলতেই শেয়ার বাজারে বড় ধস

banner

#Pravati Sangbad Digital Desk:

সপ্তাহ শেষের দিনে ফের বড়সড় ধস নামল শেয়ার বাজারে, আজ সকালে বাজার খুলতেই ১০০০ পয়েন্ট আছড়ে পড়ল সেনসেক্স। কার্যত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট বাড়ানোর পরের দিন থেকেই শেয়ার বাজারে পয়েন্ট পতন শুরু হয়ে গিয়েছে, তবে এত দ্রুত এত পতন কেও আশা করতে পারেনি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর দু দিন আগেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে রেপোরেট ৪ পয়েন্ট বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন, আর তার রেশ কাটতে না কাটতেই এই বিপত্তি, হুরমুরিয়ে ১০০০ পয়েন্ট নেমে গেলো সেনসেক্স। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের ঘোষণার পরেই প্রায় ৩০ টি কোম্পানির শেয়ার এক ধাক্কাই অনেকটাই নীচে নেমে গিয়েছিলো, আর তার পরেই আরও বড় পতন।
শুধু শেয়ার নয়, নিফটির অবস্থাও একই রকম, এক ধাক্কাই প্রায় ১৬,৪৫০ মার্কের নীচে নেমে গিয়েছে নিফটি। শেয়ার মার্কেটের অনেকেই আশা করেছিলেন, সপ্তাহের শেষের দিকে হয়তো উন্নতি করবে শেয়ার বাজার, কিন্তু তা আর হল কই। আজ সকালে বাজার খুলতেই প্রথমেই ৮৫০ পয়েন্ট নীচে নেমে গিয়েছিলো সেনসেক্স, আর তারপর বেলা বাড়ার সাথে সাথে আরও ১৫০ পয়েন্ট, সব মিলিয়ে ১০০০ পয়েন্টের ধাক্কা খেয়েছে শেয়ার বাজারের সেনসেক্স। এমনিতেই করোনা মহামারিরি পর থেকেই আন্তর্জাতিক বাজারে মন্দা দেখা দিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে আর্থিক মন্দাও চোখে পড়ছে, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিষের মুদ্রাস্ফীতি বেরেই চলেছে দিন দিন। রেপোরেট বাড়ার ফলে, অনেকেই মনে করছেন মুদ্রাস্ফীতি আরও বাড়বে। করোনা মহামারিরি ফলে গোটা বিশ্বে এত দিন প্রায় লকডাউন ছিল, তারপর আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে এখন ত্রাহি ত্রাহি রব।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News