আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন

banner

#Pravati Sangbad Digital Desk:

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাধ্যমিক পাশ মহিলাদের জন্য সুখবর। রাজ্যে আরও একবার আশা কর্মী নিয়োগ হতে চলেছে, জানা গিয়েছে রাজ্যের প্রতিটি জেলায় আশা কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার জন্য দরকার মাধ্যমিক পাশ সার্টিফিকেট, তাছাড়া উচ্চ শিক্ষিত মহিলাদের জন্যও রয়েছে এই সুযোগ। আবেদনকারীর বয়স হতে হবে ০১/০১/২০২২ এর হিসাবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, অর্থাৎ মধ্য বয়সী মহিলাদের জন্য এ এক সুবর্ণ সুযোগ। তার সাথে সরকারি নিয়ম অনুযায়ী মিলবে বয়সে ছাড় এবং সংরক্ষণ, সেক্ষেত্রে এস.সি. এবং এস.টি. সম্প্রদায়ের মহিলাদের জন্য ৫ বছরের ছাড় দেওয়া হবে এবং ওবিসি সম্প্রদায়ের মহিলাদের জন্য ৩ বছর ছাড় দেওয়া হবে। 
সেই সাথে বিবাহিত,অবিবাহিত,বিধবা,বিবাহ- বিচ্ছিন্না মহিলারাও আবেদন করতে পারবেন,তবে প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এখন দেখে নেওয়া যাক আশা কর্মী পদে আবেদন করার জন্য কি কি করণীয়- আবেদন করার পদ্ধতি পুরোপুরি অফলাইন নির্ভর,তবে আবেদন করার জন্য একটি সাদা পাতায় চাকরির জন্য আবেদন করে তাতে লিখতে হবে 'APPLICATION FOR THE POST OF'  তার পর আবেদন পত্রটি সম্পন্ন করে স্থানীয় বিডিও অফিসে জমা দিতে হবে, সেই সাথে অবশ্যয় যোগ করতে হবে কিছু গুরুত্বপূর্ণ নথি, যেমন- আবেদনকারীর বয়সের প্রমাণ পত্র,কাস্ট সার্টিফিকেট, দুই কপি পাসপোর্ট রঙিন ছবি, রেশন কার্ডের জেরক্স, স্থানীয় বাসিন্দা হওয়ার প্রমাণ পত্র, সাথে যোগ করতে হবে ৫ টাকার ডাক টিকিট এবং নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র এবং ম্যারেজ সার্টিফিকেট, বিধবা মহিলাদের জন্য স্বামির ডেথ সার্টিফিকেট, বিবাহ বিচ্ছিন্না মহিলাদের জন্য ডিভোর্স সার্টিফিকেট। আবেদন করার শেষ তারিখ ২৭শে মে ২০২২ বিকাল ৫টা পর্যন্ত তবে,নির্দিষ্ট সরকারি কাজের দিনেই আবেদন পত্রটি জমা করতে হবে স্থানীয় বিডিও অফিসে। বিস্তারিত জানতে https://alipurduar.gov.in/ ওয়েব সাইটে ক্লিক করুন।

Journalist Name : Sagarika Chakraborty

Related News