ইপিএফ এ কি বাড়ছে পেনশন! চিন্তায় পেনশনভোগীরা

banner

#Pravati Sangbad Digital Desk:

ইপিএফও অবসরপ্রাপ্তদের পেনশন কমপক্ষে তিন হাজার টাকা করার দাবি চলে আসছে 2018 সাল থেকে। তিন বছর হয়ে গেলেও সুরাহা হয়নি এই দাবির। এইদিকে ক্রমেই বাড়ছে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসের মূল্য। সামান্য টাকা দিয়ে সংসার চালাতে নাজেহাল হয়ে পড়ছে পেনশনভোগী রা। পিএফএ প্রায় 16 লক্ষেরও বেশি সদস্য কমপক্ষে হাজার টাকা করে পেনশন পায়। মোট পেনশনভোগীর সংখ্যা 65 লক্ষ প্রভিডেন্ট ফান্ডে। অন্যান্য বেসরকারি সংস্থার মতো তাদেরও মাসিক টেনশন বাড়িয়ে 3000 টাকা করার দাবিতে অনড় ছিল ইউনিয়ন। শনিবার এই বিষয়ে পিএফ এর অছি পরিষদের বৈঠকে কমিটি তৈরি করে উক্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। অছি পরিষদের শ্রমিক প্রতিনিধি সদস্য কথা অনুযায়ী তিন বছর ধরে দাবি করা সত্ত্বেও তারা কোন ফল পাইনি।


 ইউনিয়নের কথা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হচ্ছে আগুন ছোঁয়া। বাড়ছে তেলের মূল্য এবং করণা পরিস্থিতিতে কাজ হারিয়েছে বহুজনের বাড়ির সদস্যরা। ফলে এই পরিস্থিতিতে 1000 টাকা থেকে টেনশন বাড়িয়ে 3000 টাকা করা আবশ্যক।

 এই নিয়ে ইপিএফ এবং শ্রম মন্ত্র কে আবেদন শুনানিও হয় সর্বোচ্চ আদালতে। তবে কেন্দ্রের দাবি অনুযায়ী স্বাভাবিকভাবেই সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখে এই পেনশনের হিসাব ঠিক করা হয়েছিল।  যাদের বেতন মাসিক সর্বোচ্চ 15 হাজার টাকা তাদেরকে এই আওতায় আনা হয়েছে। পেনশনের হিসাবের নিয়ম টি হল – ( পেনশন যোগ্য বেতন × পেনশন যোগ্য কাজের মেয়াদ) ÷ 70। তবে এখন এই হিসাবের বদলে যদি ইপিএফ এর সব কর্মীদের তাদের বেতন অনুযায়ী পেনশন দিতে হয় তাহলে প্রায় 15,28,519.47 কোটি টাকার অভাব দেখা দিতে পারে ইপিএফ এ। তাই বারংবার আর্জি জানানো সত্ত্বেও মেলেনি ফল।


 তবে ইউ টি ইউ সি এর সাধারণ সম্পাদক এবং রাজ্যের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিটির সদস্য অশোক ঘোষ এর মত অনুযায়ী পুরনো অবসরপ্রাপ্ত পিএফ সদস্যদের বঞ্চিত করার কৌশলেই এই প্রক্রিয়ায় বিলম্ব ঘটানো হচ্ছে। এতে বাড়ছে ইউনিয়নের ক্ষোভ। সরকার থেকে এই আরজি মেনে না নিলে পেনশনভোগীদের বাড়তে পারে ভোগান্তি এমনটাই দাবি ইউনিয়নের। পেনশনভোগীদের নিত্যদিনের কথা মাথায় রেখেই এই দাবি জানান  হচ্ছে।

Journalist Name : Sagarika Chakraborty

Related News