ডিএ দেওয়ার আগে রাজ্যের কোষাগারের অবস্থা বুঝতে চায় রাজ্য সরকার

banner

#Prabhati Sangbad Digital Desk:

২০১৬ সাল, রাজ্যের কনফেডারেশন অফ ষ্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্যাটে মামলা দায়ের করেছিলো, ধীরে ধীরে মামলা গড়িয়েছে কোলকাতা হাইকোর্ট পর্যন্ত, তবে এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন রাজ্য সরকারি কর্মচারীরা। দীর্ঘ আইনি পথ পেরিয়ে অবশেষে রায় কর্মীদের পক্ষে। শুক্রবার দিন কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে ৩১ শতাংশ বকেয়া ডি.এ.(মহার্ঘ্য ভাতা) আগামী তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের দিতে হবে। কিন্তু তার আগে রাজ্যের রাজ কোষ ঘুরে দেখতে চাই রাজ্য সরকার।
তবে উচ্চ আদালতে রাজ্য সরকার এই মামলার প্রেক্ষিতে আবার মামলা করবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি,জানা গিয়েছে কর্মচারীদের ডি.এ. দেওয়ার আগে ভাঁড়ারের অবস্থা বুঝে নিতে চাইছে রাজ্য সরকার। আগামী সপ্তাহ থেকেই রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা বৈঠকে বসতে পারেন বলে জানা গিয়েছে,তারা খতিয়ে দেখবেন ডি.এ. দিতে রাজ্যে আর্থিক উৎস কি হবে এবং কত টাকা খরচ হবে। তবে আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের ৩১ শতাংশ ডি.এ. মেটাতে হলে রাজ্যের কোষাগারে প্রায় ২৩ হাজার কোটি টাকার ঘাটতি দেখা দেবে। সেই সাথে রাজ্য সরকারের কন্যাশ্রি, দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প গুলির জন্য বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার কাছাকাছি খরছ হয় রাজ্য সরকারের, এই অবস্থায় সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে কথা থেকে টাকা আসবে সেই নিয়ে রাজ্যের মাথায় এখনও বিরাট সংশয়। তবে সংগঠনের সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “ সরকার যদি সুপ্রিম কোর্টে মামলা করে তাতেও আমরা পিছু হাঁটবো না, আমরা সুপ্রিম কোর্টেও লড়বো”।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News