ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে চাকরি করতে হবে বলে নির্দেশ, SSC- র

banner

#Pravati Sangbad Digital Desk:

সোমা দাসের শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যানসার। তবুও হাল ছাড়বেন না তিনি। অন্য কোনও চাকরি নন, শিক্ষকই হতে চান সোমা দাস ।রাজ্যে শিক্ষক নিয়োগে 'বেনিয়ম'। কলকাতা হাইকোর্টে যখন মামল চলছে, তখন চুপ করে নেই চাকরীপ্রার্থীরাও। কলকাতা বিভিন্ন জায়গায় SSC-তে নিয়োগের দাবিতে ধরনায় বসেছেন তাঁরা। আন্দোলনে সামিল বীরভূমের নলহাটির বাসিন্দা সোমাও। ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়েও শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। আর সেই সোমা দাসকেই এবার চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে (SSC) নির্দেশ দিল নবান্ন। সূত্রের খবর, নির্দেশ, অবিলম্বে সহকারী শিক্ষিকার পদে চাকরির ব্যবস্থা করে দিতে হবে আর সাতদিনের মধ্যে  তাঁর নিয়োগের কাজ শেষ করতে হবে।নবম-দশম শ্রেণির বাংলা শিক্ষিকা হিসাবে তাঁকে নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরকে এমনই নির্দেশ পাঠানো হয়েছে স্কুল সার্ভিস কমিশন থেকে। 
বীরভূমের নলহাটির সোমা মাস্টার্স করেছেন, বি.এড করেছেন। স্বপ্ন ছিল স্কুল শিক্ষিকার চাকরি করবেন। ২০১৯ সাল থেকেই শিক্ষকতার চাকরিপ্রার্থীদের আন্দোলনে সামিল তিনি। এক সংবাদমাধ্যমে ক্যানসারে আক্রান্ত সোমার লড়াইয়ের কথা প্রকাশিত হওয়ার পর তা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে। তাঁর অভিযোগ ছিল, মেধা তালিকায় নাম থাকা সত্বেও তাঁর চাকরি হয়নি নিয়োগে দুর্নীতির কারণে। গত ১৩ এপ্রিল নিজের এজলাসে সোমাকে ডেকেছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। শুনেছিলেন তাঁর কথা। বলেছিলেন, তাঁর হয়ে সরকারের কাছে চাকরির সুপারিশ করবেন তিনি। শিক্ষকতা না হলে অন্য দফতরে কোন চাকরির জন্যও বলবেন তিনি। তখন সোমা বলেছিলেন, "'বিচারপতি গঙ্গোপাধ্যায় আমার প্রতি সমব্যথী হয়ে অন্য কোনও দফতরে একটি চাকরি করে দিতে চেয়েছিলেন। কিন্তু আমার লড়াই দুর্নীতির বিরুদ্ধে। চাকরিটা নিলে, হয়তো সবই হত, কিন্তু আমার শিক্ষক হওয়ার যে স্বপ্ন, তা পূরণ হত না।"

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News