নতুন আতঙ্কের নাম মাঙ্কিপক্স!!

banner

#Pravati Sangbad Digital Desk:

করোনা মহামারীর মধ্যেই ইসরায়েলে এবার ভয় বাড়াচ্ছে মাঙ্কিপক্স। শনিবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রালয় দেশের প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের সংবাদ নিশ্চিত করেছে। মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তি পশ্চিম ইউরোপ থেকে ইসরায়েলে ফিরেছে। তাকে ইচলিভ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি চিকিত্‍সাধীন রয়েছেন। ব্রিটেন, ইতালি, পর্তুগাল, স্পেন এবং সুইডেনে মাঙ্কিপক্স সংক্রমণের খবর পাওয়া গেছে। ফ্রান্স, ইতালি, সুইডেন এবং অস্ট্রেলিয়ায় নতুন কেস রিপোর্ট করা হয়েছে। মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স সবচেয়ে বেশি দেখা যায়। এই ভাইরাসটা বায়ুবাহিত। সেই কারণে শ্বাসযন্ত্র, নাক, মুখ চোখ এই ভাইরাসে আগে আক্রান্ত হয়। তবে সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যায় যে, যৌন সংস্পর্শে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। ওই রিপোর্ট অনুযায়ী, কোনও ব্যক্তি যদি মাঙ্কি পক্সে আক্রান্ত হয় এবং তিনি যদি যৌন কার্যকলাপে লিপ্ত হন, সেক্ষেত্রে অপর সুস্থ স্বাভাবিকদেহে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। পরেও তিনিও এই ভাইরাসে আক্রান্ত হবেন।
ইতিমধ্যেই সতর্ক হয়েছে ভারত। বিদেশ থেকে ভারতে ঢোকার সব ক'টি পথেই কড়া স্বাস্থ‌্যপরীক্ষার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলপথ ও জলপথে আসা ব‌্যক্তিদেরও স্বাস্থ‌্যপরীক্ষা করা হবে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ইউরোপে অন্তত ১০০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত। এঁদের বেশিরভাগই সমকামী পুরুষ বা উভকামী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তার কথায়, 'এখন গ্রীষ্মকাল হওয়ায় বিভিন্ন পার্টি, উত্‍সবে প্রচুর জনসমাগম হবে। সেখান থেকে সংক্রমণ খুব দ্রুত ছড়াবে। 'আমেরিকায় ৬ মে থেকে বিরল ভাইরাসে প্রায় ২০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামেও মাঙ্কিপক্সের প্রথম সংক্রমিতের খোঁজ পাওয়া গিয়েছে। স্পেন ও পর্তুগালে ৪০ জনেরও বেশি মানুষ 'মাঙ্কিপক্স' এ  আক্রান্ত বলে মনে করা হচ্ছে। ব্রিটেনে ৯টি 'মাঙ্কিপক্স'এর মামলা নিশ্চিত করা হয়েছে। শুক্রবার, কানাডা, সুইডেন এবং ইটালি থেকেও 'মাঙ্কিপক্স' সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি অ্যাডভাইজারি জারি করে বলা হয়েছে, 'ইউরোপ থেকে আগত যাত্রীদের শরীরে র‍্যাশ দেখা গেলে ভর্তি করতে হবে হাসপাতালে। সংক্রামক ব্যাধির মতোই যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির দেহরসের বিভিন্ন নমুনা সংগ্রহ করতে হবে। আর এই নমুনা পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে। রোগ চিহ্নিত হলে রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত খুঁজতে হবে।' ​

Journalist Name : SRIJITA MALLICK

Related News