এক সপ্তাহ পর ফের পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে তলব

banner

#Pravati Sangbad Digital Desk:

এসএসসি মামলা নিয়ে রাজ্যের বিরুদ্ধে কোলকাতা হাইকোর্টে মামলা চলছিলো অনেক দিন ধরেই, শেষ পর্যন্ত এসএসসি নিয়োগে স্থগিতাদেশও দিয়েছিলো কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকুরি প্রার্থীদের অভিযোগ ছিল এসএসসি পরীক্ষায় পাশ না করেই অনেকেই চাকরিতে নিয়োগ হয়েছেন বেআইনি ভাবে, তার পরেই এই মামলা। এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়িয়ে ছিল অনেক নেতা মন্ত্রীর, সেই সাথে নাম জড়িয়ে ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। সেখান থেকেই সূত্রপাত,হাইকোর্ট থেকে মামলা যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে, তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে, কিন্তু সেই সময় ডিভিশন বেঞ্চের রায়ে সাময়িক স্বস্তি পেয়েছিলেন পার্থ বাবু। তবে গত বুধবার ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিলো রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরা দিতেই হবে, তদন্তে সহযোগিতাও করতে হবে, যদি প্রাক্তন শিক্ষা মন্ত্রী সিবিআই এর তদন্তে সহযোগিতা না করেন তাহলে সিবিআই তদন্তের সাপেক্ষে তাকে হেপাজতে নিয়ে পরবর্তী কার্যক্রম করতে পারবে, সেক্ষত্রে আদালত কোন রকম হস্তক্ষেপ করবে না।
আদালতের নির্দেশ মেনেই রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত বুধবার প্রায় সাড়ে তিন ঘণ্টা কাটিয়ে এসেছেন নিজাম প্যালেসে, সুত্র মারফৎ জানা গিয়েছে তদন্তে সহযোগিতাও করেছেন তিনি। আর আজ ফের নিজাম প্যালেসে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ সকালেই তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তার আইনজীবীরা, সকাল ১১টা নাগাদ নিজের আইনজীবীদের সঙ্গে নিয়ে পার্থ চট্টোপাধ্যায় পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে। তিনি রাজ্যের শিক্ষা মন্ত্রী থাকাকালীন ২০১৯ সালে এসএসসি চাকুরি প্রার্থীদের জন্য তৈরি করেছিলেন উপদেষ্টা কমিটি, তার পরেই সেই কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে, আদালতের তরফ থেকে কমিটি স্থগিতের নির্দেশ দেওয়া হলেও, তার পরেও নিয়োগ হয়েছে বলে সুত্র মারফৎ জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরদ্ধেও নিজের মেয়েকে নিয়োগের অভিযোগ সামনে এসেছে, আদালত জানা মাত্রই তার মেয়েকে চাকরি থেকে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে, শুধু তাই নয় সেই সাথে গত ৪৮ মাসের বেতনও সরকারকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট। সিবিআই পরেশ অধিকারিকেও জিজ্ঞাসাবাদ করেছে, দরকার হলে তদন্তের সাপেক্ষে দুই মন্ত্রীর বয়ান মিলিয়েও দেখতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News