ব্যাংক থেকে পাঠানো মেসেজেই লুকিয়ে আছে প্রতারকদের ফাঁদ, কিভাবে বুঝবেন!

banner

#Pravati Sangbad Digital Desk:

লেনদেন ব্যবস্থা যত ডিজিটালি উন্নত হচ্ছে ততো বাড়ছে জালিয়াতির ঘটনা।  প্রতারকরা তৈরি করছে নিত্য নতুন ফাঁদ সাধারণ মানুষদের বিপদে ফেলার জন্য। এবার খোদ ব্যাংকের নামেই তৈরি হয়েছে নতুন জাল। প্রতারকরা জালিয়াতির জন্য ব্যবহার করছে স্টেট ব্যাঙ্কের প্রদত্ত মেসেজ। গ্রাহকদের কাছে স্টেট ব্যাংকের নাম করে পাঠানো হচ্ছে মেসেজ যাতে তারা খুব সহজেই বিশ্বাস করে নেয়। কিন্তু এই মেসেজ দেখে বিশ্বাস করলেই লক্ষ লক্ষ টাকা চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে এবার স্টেট ব্যাংকের পক্ষ থেকে এই সমাধানের পথ বলে দেওয়া হলো। এইসব প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্টেট ব্যাংকের পক্ষ থেকে একটি টুইট করে সমস্ত বিষয়টি বলা হয়েছে। টুইটারে তারা বলেছে যদি ফোনে ব্যাংকের নাম করে কোন মেসেজ আসে তাহলে সেটি সবার আগে পরীক্ষা করে নিতে। ম্যাসেজটি অনুসারে কোন পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে মেসেজটি এসবিআই থেকে প্রদত্ত কিনা। এটি বোঝার উপায় হলো এসবিআই প্রদত্ত যেকোনো মেসেজে এস বি আই এর সংক্ষিপ্ত পথ থাকবে যা এসবিআই বা এসবি দিয়ে শুরু হবে যেমন SBIBNK, SBINO, SBOPSG ইত্যাদি।



এস বি আই এর পক্ষ থেকে তাদের নাম করে যে কোন প্রতারণা এড়াতে গ্রাহকদের বলা হয়েছে তারা যাতে ব্যাংকের নাম করে অজানা কোন লিংক পেলে এড়িয়ে যায় অজানা মেসেজও এড়িয়ে যায়। এস বি আই এর পক্ষ থেকে বলা হয়েছে তারা গ্রাহকদের কোনরকম ই-মেইল বা ফোন করে কেওয়াইসি আপডেট করতে বলেনা বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য চায়না সুতরাং এই ভাবে মেসেজ বা ইমেইলে ব্যাংকের নাম করে কোন রকম অ্যাকাউন্টের তথ্য চাইলে তা যেন গ্রাহকরা না দেয়। এইসব ভাবেই ব্যাংক কখনোই গ্রাহকদের পরিচয় যাচাই করে না। অনেক সময় ফোন কলের মাধ্যমে যে কেউ গ্রাহকদের এইসব বিষয়গুলি সম্পর্কে জানতে চাই আবার না বললে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার মতো হুমকিও দেয় কিন্তু বুঝতে হবে এগুলো সবই প্রতারণার ফাঁদ। গ্রাহকদের সদা সতর্ক হয়ে নিজেদের গোপনীয় তথ্য সঠিক জায়গায় প্রেরণ করতে হবে।

Journalist Name : sagarika chakraborty

Related News