কেমো না নিয়ে শুধুমাত্র ওষুধেই ক্যান্সার উধাও!! জানুন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital Desk:

ইতিহাসে প্রথমবার এবার থেকে ওষুধেই নির্মূল হবে ক্যান্সারের মতো মারণ ব্যাধি। ক্যান্সারের চিকিত্‍সায় নতুন মোড় বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা। মলদ্বারে ক্যান্সার এমন ১৮ জন রোগীর ওপর পরীক্ষা করার পরই এই সিদ্ধান্ত, দাবি নিউ ইয়র্কের স্লোয়ান কেটেরিং ক্যান্সার সেন্টারের চিকিৎসকদের।বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যান্সার নিরাময়কারী এই ওষুধের নাম ডস্টারলিম্যাব। ১৮ জন রেক্টাল ক্যান্সারের রোগীকে ৩ সপ্তাহ অন্তর ৬ মাস ধরে এই ওষুধ দেওয়া হয়েছিল। তাঁরা ক্যান্সার-মুক্ত হয়েছেন বলে দাবি চিকিত্সকদের। ভবিষ্যতে বৃহত্তর ট্রায়ালে এই ওষুধ কতটা কার্যকরী হয়, তার দিকেই নজর বিশেষজ্ঞদের।ক্যান্সার রোগীদের সাধারণত কঠিন চিকিত্‍সা করা হয়, যার মধ্যে রয়েছে সার্জারি, কেমোথেরাপি এবং রেডিয়েশন। মলদ্বার ক্যান্সারের ক্ষেত্রে, কিছু রোগীর একটি কোলোস্টোমি ব্যাগেরও প্রয়োজন হয়। রোগীদের মাঝে মাঝে অন্ত্র, প্রস্রাবের ত্রুটির মতো স্থায়ী জটিলতাও দেখা দেয়।

এদিকে, সর্বশেষ পরীক্ষাটি  চিকিত্‍সাপ্রার্থীদের জন্য আশীর্বাদ বলে মনে হচ্ছে। অধ্যয়নের সহ-লেখক ডঃ আন্দ্রেয়া সার্সেক টাইমসকে বলেছেন যে ফলাফল বের হওয়ার সময় তার চোখে অনেক খুশির জল ছিল। হাসপাতাল থেকে একটি প্রেস রিলিজে, সার্সেক বলেছেন, "এটি অবিশ্বাস্যভাবে ফলপ্রসূ, গবেষণায় রোগীদের কাছ থেকে খুশির ইমেল পাওয়া গেছে। যা পড়ে আমার চোখে জল চলে এসেছে। কারণ এই রোগীরা চিকিত্‍সা শেষ করে সুস্থ বোধ করছেন।"ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞ তথ্য গবেষণার অন্যতম গবেষক ডঃ অ্যালান পি ভেনুক বলেন, "ক্যানসার চিকিত্‍সায় নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। আর তা স্রেফ সময়ের অপেক্ষা। তবে আমরা এখনই কোনও সিদ্ধান্তে আসতে রাজি নই। তার জন্য প্রয়োজন আরও রিসার্চ" 
তথ্য অনুসারে জানা গিয়েছে, ২০২০ সালে বিশ্বজুড়ে ১০ লক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে প্রাণ হারান। স্তন ক্যানসার, ফুসফুসের ক্যানসার এবং মলদ্বার ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এই ওষুধের সাফল্যের খতিয়ান বিবেচনা করে গবেষকরা তাদের স্থির সিদ্ধান্তে পৌঁছালে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ২০ লক্ষ মানুষকে এই রোগের হাত থেকে বাঁচানো সম্ভব হবে।তবে ওষুধটি যদি ভবিষ্যতে ব্যাপকভাবে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয় তাও এর খরচ থাকবে সাধারণের নাগালের বাইরেই। কারণ এই 'মিরাকেল ড্রাগের' প্রতি ডোজের দাম ৮.৫৫ লক্ষ টাকা।

Journalist Name : SRIJITA MALLICK

Related News