পশ্চিম রেলে এবার চাকরির সুযোগ!! জেনে নিন কীভাবে আবেদন করতে হবে

banner

#Pravati Sangbad Digital Desk:

দশম শ্রেণি এবং আইটিআই পাশ করা প্রার্থীদের জন্য রয়েছে এক দারুণ খবর।  রেলওয়ে রিক্রুটমেন্ট সেল পশ্চিম রেলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট rrc-wr.com -এ আবেদন করতে হবে। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২৬জুন রাখা হয়েছে।
আবেদনের জন্য যোগ্যতা:
এই পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই ম্যাট্রিকুলেশন ডিগ্রি থাকতে হবে এবং স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর লাগবে। এর পাশাপাশি ১০+২ পদ্ধতিতে দশম ক্লাস পাশ হতে হবে। এছাড়াও প্রার্থীর ট্রেডে আইটিআই শংসাপত্র থাকতে হবে।
বয়সের সীমা:
প্রার্থীদের বয়স কমপক্ষে ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে।
শূন্যপদের সংখ্যাঃ
মোট ৩৬১২ টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে-
মুম্বই (MMCT) বিভাগ - ৭৪৫ টি
ভাদোদরা (BRC) বিভাগ - ৪৩৪ টি
আহমেদাবাদ বিভাগ - ৬২২ টি
রাতলাম (RTM) বিভাগ - ৪১৫ টি
রাজকোট (RJT) বিভাগ - ১৬৫ টি
ভাবনগর (BVP) বিভাগ - ২০৬ টি
লোয়ার প্যারেল (PL) ওয়ার্কশপ - ৩৯২ টি
মহালক্ষ্মী (MX) ওয়ার্কশপ - ৬৭ টি
ভাবনগর (BVP)ওয়ার্কশপ  - ১১২ টি
দাহোদ (DHD)ওয়ার্কশপ  - ২৬৩ টি
প্রতাপ নগর (PRTN)ওয়ার্কশপ , ভদোদারা : ৭২ টি
সবরমতী (SBI) ENGG ওয়ার্কশপ , আহমেদাবাদ : ৬০ টি
সবরমতী (SBI) সিগন্যাল ওয়ার্কশপ , আহমেদাবাদ : ২৫ টি
হেড কোয়ার্টার অফিস : ৩৪ টি
আবেদন ফি:
এসসি, এসটি,পিডাব্লিউডি এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না। যেখানে অন্য সকল প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে ১০০ টাকা। স্ক্রিনে জিজ্ঞাসা করা তথ্য প্রবেশ করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদি ব্যবহার করে আবেদন ফি প্রদান করা যেতে পারে।
নির্বাচন প্রক্রিয়া :
যোগ্য আবেদনকারীদের দশম শ্রেণি এবং আইটিআই-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। শিক্ষানবিশ নিয়োগের জন্য কোনও প্রার্থীকে পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না।
কারা আবেদন করতে পারবেন না:
যাদের আইটিআই ফলাফল  এখনও প্রকাশিত হয়নি তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। এর বাইরে, আইটিআই -তে অকৃতকার্য প্রার্থীরাও আবেদনের যোগ্য নন। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও ডিপ্লোমাধারী প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন না।

Journalist Name : SRIJITA MALLICK

Related News