হাওড়ায় রেল পরিষেবার সঙ্গে বন্ধ ইন্টারনেট, নবী মহম্মদ বিতর্কে সাবধানী পদক্ষেপ নবান্নের

banner

#Pravati Sangbad Digital Desk:

নবী মহম্মদ বিতর্কে সতর্কমূলক সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার সন্ধ্যা থেকে আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত হাওড়ার সমস্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। গত ৯ই মে থেকে ডোমজুড় এবং কোনা এক্সপ্রেসওয়ে সহ হাওড়ার বিস্তীর্ণ এলাকায় সংখ্যালঘুরা নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়, রাজপথ অবরোধ করে চলে পাথর বৃষ্টিও। বিজেপির পার্টি অফিস সহ বেশ কয়েকটি মোটর চালিত যানেও আগুন লাগিয়ে দেয় বিক্ষভকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়। সূত্রের খবর অনুযায়ী, আন্দোলনকারীরা  দমে না গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। এই পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয়। নবান্নর তরফ থেকে জানানো হয়েছে গুজব আটকাতে এবং পরিস্থিতি শান্ত রাখতে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।   

Journalist Name : Tamoghna Mukherjee