ফের বর্ষায় বিপর্যস্ত অসম, উত্তর- পূর্বের তিন রাজ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

banner

#Pravati Sangad Digital Desk:

বর্ষার শুরুতেই সিঁদুরে কালো মেঘ দেখছে উত্তরপূর্বের তিন রাজ্য। সবথেকে বিপদজ্জনক জায়গায় আছে অসম। প্রসঙ্গত, কিছুদিন আগেই অসমের হাফ- লং সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে বৃষ্টি হওয়ার দরুন বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয় অসম সরকারকে। সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই গত দুই দিন ধরে ভীষণ বৃষ্টিতে উত্তর – পূর্বের এই রাজ্যে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জায়গায় ধস নামার সাথে সাথে গুয়াহাটি থেকে শিলচর যাওয়ার রাস্তা, ৬ নং জাতীয় সড়ক বিপদজনক আকার নিয়েছে। প্রচুর বৃষ্টিপাত ও ধসের দরুণ অসমের সাথে অপর দুই উত্তর- পূর্বের রাজ্য মিজরাম ও ত্রিপুরার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই পরিস্থিতিতে অসম সরকার শিলচর যাওয়ার রাস্তা বিপদজ্জনক বলে নির্দেশিকা জারি করেছে। 
অপর দিকে পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা উত্তরবঙ্গের রাজ্যগুলিতে ছড়িয়ে পড়লেও দক্ষিনবঙ্গে সেভাবে সক্রিয় হয়নি। এরফলে, উত্তরের রাজ্যগুলিতে বর্ষণ শুরু হলেও কোলকাতা সহ দক্ষিনবঙ্গে শুক্রবারের আগে বৃষ্টি হবেনা বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Journalist Name : Tamoghna Mukherjee

Related News