চার দশকের রেকর্ড মুদ্রাস্ফীতি আমেরিকায়, প্রভাব ভারতীয় শেয়ার বাজারে

banner

#Pravati Sangbad Digital Desk:

করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বের অর্থনীতির টালমাটাল অবস্থা, সেনসেক্স একবার বাড়ছে তো দুবার পেছনের দিকে নেমে যাচ্ছে, বর্তমানে মুদ্রাস্ফীতিতে জেরবার গোটা বিশ্ব। ভারতেও এর অন্যথা হয়নি, দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, বেড়েছে সূদের হার,ইএমআই। তবে এবার মুদ্রাস্ফীতি দেখা গেলো আমেরিকায়, অর্থনীতিবিদদের মতে যা বিগত ৪০ বছরে সর্বোচ্চ। এর ফলে ভারতীয় অর্থনীতিতে বিশাল প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা। আমেরিকায় মুদ্রাস্ফীতির হার ৮.৬ শতাংশের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই, যার জেরে অনেকটাই পড়েছে টাকার দাম, ডলার প্রতি টাকার দাম বর্তমানে ৭৮ এর নীচে পৌঁছে গিয়েছে বর্তমানে আমেরিকার যে মুদ্রাস্ফীতির হার উঠে এসেছে তা গত মে মাসের বলে জানা গিয়েছে। সে দেশের এক সমীক্ষা থেকে জানা গিয়েছে গত এক বছরে আমেরিকায় অনেকটাই বেড়েছে জ্বালানী তেল এবং খাদ্য সামগ্রীর দাম। বর্তমানে সে দেশের ফেডারেল রিসার্ভ ব্যাঙ্ক সূদের হার বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই,কারণ তার ফলেই কিছুটা হলেও মুদ্রাস্ফীতির হাত থেকে রেহায় মিলবে। মার্কিন মুলুকের সাথে এ দেশের অর্থনীতি অনেকখানি জড়িয়ে, সে কারণে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের শেয়ার বাজারে এর প্রভাব খুব শীঘ্রই আছড়ে পড়বে। ইতিমধ্যে সেনসেক্স পড়তে শুরুও করে দিয়েছে ভারতীয় শেয়ার বাজারে, গত সপ্তাহের শেষ দিনে অর্থাৎ শুক্রবার বেলার দিকে সেনসেক্স পরে যায় ১ হাজার ৪২২ পয়েন্ট, অন্যদিকে নিফটি পরে গিয়েছিলো ৪০৮ পয়েন্ট।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News