Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

জ্বালানি তেলের দাম কমাতে মরিয়া কেন্দ্র সরকার

banner

#Pravati Sangbad Digital Desk:

গত ২ মাস ধরে দেশে সেঞ্চুরি পার করেছে জ্বালনি তেল। তেলের দামে পকেটে টান পড়ছে আমজনতার। ক্রমেই বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম এবং যানবাহনের ভাড়া। নিত্যপ্রয়োজনীয় জিনিষ ঘরে তুলতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। বর্তমানে করোনা পরিস্থিতিতে এমনিতেই অনেক মানুষ কাজ হারিয়েছেন, ফলে তাদের পক্ষে ২ মুঠো অন্ন্য কেনাও নাগালের বাইরে।

অনেক বাস চালক ডিজেলের সাথে পেট্রল মিশিয়ে বাস চালচ্ছেন। স্বাভাবিক ভাবে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাবার কারনেই এই পরিস্থিতির সৃষ্টি। বেশকিছু দিন আগে পর্যন্ত বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারল প্রতি ৮৬ ডলার কিন্তু বর্তমানে অপরিশোধিত তেলের দাম ৭৮ ডলার প্রতি ব্যারল। করোনা কালের পরে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পরেই তেলের দামের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিষের মুল্য আকাশ ছুঁয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি।


সাধারণ মানুষকে এই বাজার দর ঊর্ধ্বমুখীর হাত থেকে বাঁচাতে কিছু দিন আগেই জ্বালানি তেলের ওপর কর ছাড় দিয়েছে মোদী সরকার।এতে চলতি বছরে কেন্দ্র সরকারের অর্থ ভাণ্ডারে প্রায় ৬০ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। তবে কর ছাড় দিয়েও জ্বালানি তেলের যা দাম দাড়াই তা নিমিত্য মাত্র। তবে গত সপ্তাহে পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি দুবাই সফরে গিয়ে সঞ্চিত তেল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এরপরেই চীন, ভারত, জাপান সহ বিশ্বের বৃহত্তম তেল ব্যবহারকারী দেশগুলিকে তাদের রিজার্ভার থেকে তেল বাজারে ছাড়তে আবেদন জানিয়েছেন আমেরিকার রাস্ত্রপতি জো বাইডেন। এর মূল কারণ আমেরিকার অভ্যন্তরে জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথে বাড়ছে সেই দেশের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম, যার ফলে চাপ বাড়ছে জো বাইডেন সরকারের ওপর।

পাশাপাশি তেল উৎপাদন বারাতে সরাসরি নাকচ করেছে ওপেক সহ অন্যান্য তেল প্রস্তুতকারি দেশ গুলির সংস্থা। আমেরিকা জানাই তারা তাদের অপরিশোধিত তেলের ভাণ্ডার থেকে প্রায় ৫ কোটি ব্যারল তেল ছাড়বে, যাতে বাজারে অপরিশোধিত তেলের যোগান বেড়ে দাম নিয়ন্ত্রনে আসে। যদিও বর্তমান পরিস্থিতিতে ইউরোপের দেশ গুলিতে ফের কোভিড মাথা চারা দিয়ে ওঠার কারণে তেলের চাহিদা তলানিতে।


জাপান, চিন দুই দেশই জানিয়েছে তারা তেল ছাড়ার জন্য পরিকল্পনা গ্রহণ করছে। তাদের মজুত ভাণ্ডার থেকে দফায় দফায় অপরিশোধিত তেল ছাড়বে এই সমস্ত দেশ যাতে বাজারে তেলের যোগান বজায় থাকবে। এছাড়া তেল ছাড়ার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে আরও ২টি দেশ দক্ষিণ করিয়া এবং ব্রিটেন।  ভারতের পক্ষ থেকে অন্যান্য দেশগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে ৫৩ লক্ষ ৩০ হাজার ব্যারেল সঞ্চিত তেল ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়। অতীতে এই রকম সিদ্ধান্ত ভারত কোনদিন গ্রহণ করেনি, এই প্রথম সঞ্চিত তেলের ভাণ্ডার থেকে তেল ছাড়বে ভারত। যার ফলে কিছুটা হলেও রাশ টানা যাবে বাজার দরে।

ভারতের পূর্ব-পশ্চিম উপকূলে ৩ জায়গাই ৩.৮ কোটি ব্যারল তেল মজুত থাকে, অন্ধ্রপ্রদেশে ১৩.৩ কোটি টন ম্যাঙ্গালুরুতে ১৫ কোটি টন এবং পাদুরে ২৫ কোটি টন তেল মজুত থাকে, এই সমস্ত ভাণ্ডার থেকেই ধীরে ধীরে তেল ছাড়বে ভারত, যাতে বাজারে তেলের যোগান বারে এবং দাম কমে। করোনা পরিস্থিতিতে তেল উৎপাদনে রাশ টেনেছিল ওপেক। তবে জন সাধারনের আশা এই পদক্ষেপের ফলে তেলের দামে কিছুটা  স্বস্তি তারা পাবে।  

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News