এবার যোগ্যতা মানসিক শক্তিঃ পরীক্ষা বাধ্যতামূলক রেলের

banner

#Pravati Sangbad Digital Desk:

শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয় । দিতে হবে মানসিক শক্তির পরীক্ষা জানিয়ে দিল রেল।  রেল পরিচালনায় যুক্ত হতে চাইলে প্রার্থীদের দিতে হবে মানসিক শক্তির পরীক্ষা।
সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট বা মনশক্তি ও মানসিক শক্তির পরীক্ষা  বাধ্যতামূলক জানিয়ে দিয়েছেন রেল। শীর্ষ স্তরে বিভিন্ন পদে আধিকারিক নিয়োগের ক্ষেত্রে  নেওয়া হবে এই পরীক্ষা। রেল বোর্ডের চেয়ারম্যান সহ, সব জেনারেল ম্যানেজারের উপর রেলের বিভিন্ন যে দায়িত্ব ন্যস্ত থাকে সেই পদে নিয়োগের ক্ষেত্রে নেওয়া হবে পরীক্ষা। রেল সূত্রের খবর, যারা আবেদন করবেন তাদেরকে অনলাইনে পনেরো থেকে কুড়ি মিনিটের দিতে হবে মানসিক শক্তির পরীক্ষা। রেল পরিচালনার গুরুত্বপূর্ণ পদ ও প্রশাসনিক পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এই পরীক্ষার  ফলাফলের উপর ভিত্তি করে।
রেল পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন পদের অফিসারদের নিতে হয় চটজলদি সিদ্ধান্ত। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় খুব; তাই মানসিক শক্তির বিষয়টি বিবেচনা করা হবে।  পরীক্ষা হবে পাঁচটি মাপকাঠিতে;  তার মধ্যে থাকবে প্রার্থীদের নিজেদের সম্পর্কে বর্ণনা, নিজেকে প্রকাশ করার মতো বিষয়। যাচাই করা হবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
রেলের সাতটি বিভাগকে একত্র করে গড়ে তোলা হয়েছে 'ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস' । সাতটি বিভাগের সচিবের পদ সহ রেল বোর্ডের চেয়ারম্যান এবং  চিফ এক্সিকিউটিভ অফিসার ও আরও ২৯ টিয়পদ নিয়ে মোট ৩৬ টি পদ রয়েছে। তার মধ্যে রয়েছে জেনারেল পদ  । জেনারেল ম্যানেজারের ১২ টি পদ খালি। এসব পদে নিয়োগে  নেওয়া হবে পরীক্ষা। বিভিন্ন ডিভিশনের রেলওয়ে  ম্যানেজারদের নিয়োগে নেওয়া হবে পরীক্ষা।

Journalist Name : অর্জুন দাস

Related News