Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

তিনদিনের মার্কিন সফরে উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

banner

#USA:

দিনই এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানে চড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী৷ জানা গিয়েছে, আমেরিকা যাওয়ার পথে আফগানিস্তানের আকাশ পথ এড়িয়ে পাকিস্তানের উপর দিয়েই উড়ল মোদির বিমান । এই মুহূর্তে পুরোপুরি বন্ধ আফগান আকাশসীমা। তাই একপ্রকার বাধ্য হয়েই পাকিস্তানের উপর দিয়ে বিমান ওড়াতে হল ভারতকে। আজ আমেরিকা উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।


মোদির বিশেষ সেই বিমান উড়েছে পাক আকাশপথ দিয়েই।যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান যাওয়ার জন্য পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে৷ প্রসঙ্গত, বালাকোট এয়ারস্ট্রাইকের পর নিজেদের আকাশসীমার সব রুট বন্ধ করে দেয় পাকিস্তান। সেটা ছিল ২৬ ফেব্রুয়ারি। তারপর থেকে এখনও বন্ধ পাকিস্তানের অধিকাংশ এয়ার রুট। এর আগে ২০১৯ সালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমান ওড়ার অনুমতি চেয়েছিল ভারত সরকার। কিন্তু সেবার অনুমতি দেওয়া হয়নি। এবছর অবশ্য ভারত সরকারের আবেদনের পরই অনুমতি দিয়ে দিয়েছে পাকিস্তানের সরকার

Journalist Name : Priyasree

Tags:

Related News