রাজ্য রাজনীতির হাওয়াবদল নাকি নতুন কোন সমীকরণ!

banner

#Pravati Sangbad Digital Desk:

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানান, অন্য দলের সঙ্গে মিলমিশ হল না বলেই তিনি বিজেপিকে বেছে নিয়েছেন রাজনীতিতে যোগ দেওয়ার জন্য। এই প্রসঙ্গেই তিনি জানান সিপিআইএম-এর কথা। জানান, তিনি ধর্মে বিশ্বাসী বলেই সিপিআইএম-এ যোগ দিতে পারবেন না তিনি।“

এদিকে আজ সজল ঘোষ জানিয়েছেন তিনি রাজনৈতিক কারণে আসেননি তাপস রায়ের বাড়ি। বলেছেন, “তাপসকাকু আমাদের রাজনৈতিক গুরু।উনি ভদ্র মানুষ। অসামাজিক দল ছেড়েছেন। সেই কারণে ওনাকে প্রণাম করতে এলাম।” সজল আরও জানিয়েছেন, “উনি বিজেপিতে এলে খুশি হব।” একই সঙ্গে তৃণমূল ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বলেছেন, “তাপস রায় যদি উত্তর কলকাতায় দাঁড়ান অবশ্যই জিতবেন।


কিছুদিন আগেই কুণাল কার্যত ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন সুদীপের বিরুদ্ধে। তাঁকে বিজেপি বলে কটাক্ষ করার পাশাপাশি ইডি ও সিবিআই ডিরেক্টরকে এক্স হ্যান্ডেলে ট্যাগ করে সুদীপের জেলযাত্রার সময়ে বেসরকারি হাসপাতালে থাকার খরচ কে জোগালো, তা নিয়েও তদন্তের দাবি করেছিলেন তিনি। জানিয়েছিলেন, সুদীপ উত্তর কলকাতার সভাপতি হওয়া সত্ত্বেও তাঁকে এবং তাঁর মতো অনেক কর্মীকে মিটিংয়ে ডাকেন না। সরাসরি সুদীপকে রোজভ্যালির দালাল বলেও কটাক্ষ করেন কুণাল। শেষ পর্যন্ত এই ইস্যুকে সামনে রেখে দলের মুখপাত্র ও অন্যান্য পদ থেকেও পদত্যাগ করেন।

সোমবার দুপুরে তাপস রায়ের বাড়ি থেকে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল। তিনিই জানান, সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে সন্ধ্যায় চায়ের নিমন্ত্রণ করেছেন। এমনকী ফোনে জানিয়েছেন উত্তর কলকাতায় দলীয় মিটিংয়ে না ডাকার বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলেও স্বীকার করেছেন। কুণাল বলেন, ‘ওঁর অফিসের ডেসপ্যাচ থেকে চিঠি যেতে সমস্যা হয়েছিল। উনি এটাও বলেছেন, হোয়াটসঅ্যাপে চিঠির কপি পাঠানো উচিত ছিল।’

বঙ্গ রাজনীতি বড়ই বিচিত্র! 

Journalist Name : প্রিয়শ্রী

Related News