বিজেপি-র এরাজ্য থেকে নির্বাচিত বিধায়ক এবং সাংসদদের সঙ্গে দেখা করেন দ্রৌপদী মুর্ম

banner

#Pravati Sangbad Digital Desk:

মনোনয়ন জমা দেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন তিনি৷কিছু দিন আগে মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন, দ্রৌপদী মুর্মুর মতো কোনও আদিবাসী নেত্রীকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করার কথা আগে জানলে তিনি ভেবে দেখতেন৷ কলকাতায় দলীয় বিধায়ক, সাংসদদের কাছে ভোট চাইতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান শোনা গেল দ্রৌপদী মুর্মুর গলাতেই৷বক্তব্যের শেষে শোনা গেল 'জয় বাংলা' স্লোগান৷তবে তৃণমূলের সমর্থন আদায় করার উদ্দেশ্যেই দ্রৌপদী মুর্মু এমন বার্তা দিলেন কি না,তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ এ দিন বিজেপি-র এরাজ্য থেকে নির্বাচিত বিধায়ক এবং সাংসদদের সঙ্গে কলকাতার একটি হোটেলে এ দেখা করেন দ্রৌপদী মুর্মু৷তিনি বলেন, 'আমি মনে করি বাংলার হৃদয় অনেক বড়, ২৯৪ জন বিধায়কই আমাকে ভোট দেবেন'।এমনকি বক্তব্য শেষের সময়ই দ্রৌপদী মুর্মু স্লোগান দেন 'জয় ভারত' এবং 'জয় বাংলা'৷ উল্লেখ্য সরকারি অনুষ্ঠান বা দলীয় কর্মসূচি,মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বার বার শোনা গিয়েছে 'জয় বাংলা' স্লোগান৷

দ্রৌপদী মুর্মু রাজ্যে দলীয় বিধায়কদের বাইরে তৃণমূলের কয়েকজন বিধায়কের সমর্থনও পাবেন বলে এমনটাই আশা বিজেপি শিবিরেরও৷এ দিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীও সেরকমই আশা প্রকাশ করেছেন৷ অবশ্য বিজেপি নেতারা দলীয় বিধায়ক এবং স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনও ভোটই বাতিল হওয়া চলবে না৷রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে ভোট দিতে হবে, তা বিধায়ক এবং সাংসদদের বুঝিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত৷

Journalist Name : Riya Some

Related News