দলাই লামার ভারত সফরে অস্বস্তিতে চীন

banner

#Pravati Sangbad Digital Desk:

ধর্মীয় গুরু দলাই লামা এসেছেন ভারত সফরে। জম্মুতে এসে পৌঁছেছেন বৃহস্পতিবার। আজ যাবেন লাদাখে। ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৯ সালের আগস্ট মাসে জম্মু এবং কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে ঘোষণা করার পর প্রথম লাদাখ সফরে যাচ্ছেন দলাই লামা। কিন্তু এই সফরে অসন্তুষ্ট চীন।
ভারত ও চীনের মধ্যে দলাই লামাকে নিয়ে দীর্ঘদিন ধরে চলছে চাপান- উতোর । লামা প্রসঙ্গে চীনকে সমালোচনা করতে দেখা গেলেও, চীনের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে ভারতের মাটিতে পা রাখলেন তিনি এবং বার্তা দিলেন প্রতিবেশী দেশের উদ্দেশ্যে। চীনের তিব্বত দখল করা নিয়ে দলাই লামা  তীব্র বিরোধিতা করলেও  বৃহস্পতিবার জম্মুতে গিয়ে বলেন, তিব্বতে পূর্ণ স্বাধীনতা চাইছেন না। তবে তিব্বতে আছে বৌদ্ধ সংস্কৃতি তার  সংরক্ষণ এবং চীনের অধীনে ভালো ভাবেই আছে। তিনি আরো বলেন, চীনের সমস্ত বাসিন্দা নয় কিছু ক্ষমতাবান ব্যক্তিবর্গ তাকে বিচ্ছিন্নতাবাদী ভাবেন। ওখানকার বাসিন্দারা এও বুঝতে পারছেন দলাই লামা স্বাধীনতা নয় চিনের অধীনে থেকেই তিব্বতের বৈদিক সংস্কৃতিকে সংরক্ষণের স্বায়ত্ব শাসন চান। বৃহস্পতিবার জম্মুর বাসিন্দারা স্বাগত জানায় দলাই লামা কে। তিনি বিমানে করে লেহ যাবেন এবং সেখানেই এক মাস থাকবেন।
অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলাই লামার ৮৭ তম জন্মদিনে শুভেচ্ছা জানানোয় চিনির তরফে ভারতের সমালোচনা করা হয়। অভিযোগ করা হয় ভারত চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা করছে। প্রসঙ্গত, জম্মু এবং কাশ্মীরের মর্যাদার প্রত্যাহার এবং  এই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার তীব্র বিরোধিতা করেছিল চীন। গত ২০২০ সালে এপ্রিল মাসে চীন লাদাখের সীমান্ত রেখায় সেনা বাড়ানো শুরু করেছিল। প্রত্যুতরে ভারতের তরফেও মোতায়ন করা হয় সেনা। দুই দেশের মধ্যে রক্তক্ষয় সংঘর্ষও হয় গালওয়ান উপত্যকায়। সংঘর্ষে কুড়িজন ভারতীয় সেনার প্রাণ যায়। বর্তমানে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক এবং সেনাস্তরে আলোচনা হলেও  লাদাখ নিয়ে পরিস্থিতি উত্তাল। এরপর আন্তর্জাতিক ব্যক্তিত্ব দলাই লামার ভারত সফর বেশ খানিকটা অস্বস্তি বাড়াল চীনের।

Journalist Name : অর্জুন দাস

Tags:

Related News