Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

মিড ডে মিলের জন্য আর বাইরে থেকে শাক-সবজি নয়

banner

#Pravati Sangbad Digital Desk:

মিড ডে মিলের জন্য আর বাইরে থেকে শাক-সবজি নয়। স্কুলের ছাদের বাগানেই মিলছে বিনস, বরবটি, বেগুন-সহ নানা সবজি। তা দিয়েই চলছে রান্না। এ ঘটনা সাড়া ফেলে দিয়েছে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে। প্রধান শিক্ষক জানিয়েছেন, আগামী দিনে স্কুলের ছাদ বাগান আরও বড় করা হবে। 
সাধারণত সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য বাজার থেকে কেনা শাক-সবজির গুণগত মান নিয়েও প্রশ্ন ওঠে। তাছাড়া প্রায় সময় শাক-সবজির দাম ওঠানামা করার জেরেও সমস্যায় পড়তে হয়। এমনই বেশ কিছু সমস্যা সামনে আসার পরেই নজিরবিহীন একটি সিদ্ধান্ত নেয় দুর্গাপুরে নোপলি পাড়া হিন্দি হাই স্কুল। ঠিক হয় স্কুলের ছাদেই তৈরি হবে শাক-সবজির বাগান।
স্কুলের ছাদে তৈরি বাগানে বেগুন, বরবটি থেকে শুরু করে নানা সবজির চাষ শুরু হয়। বৃহস্পতিবার প্রথমবারের মতো শাক-সবজি তোলা হয় ওই বাগান থেকে। সেই শাক-সবজি দিয়েই তৈরি হয় মিড-ডে মিলের রান্না।
স্কুলের প্রধান শিক্ষক কালিমুল হক জানান, ”বিদ্যালয়ের খালি ছাদের বারান্দায় আরও বাগান তৈরি করা হবে। বিদ্যালয়ে মিড-ডে মিলের প্রয়োজনীয় সব সবজির চাহিদাই মেটানো হবে।”

Journalist Name : Samata Chakraborty

Tags:

Related News