মা হলেন বিশিষ্ট টেনিস খেলোয়াড় শারাপোভা

banner

#Pravati Sangbad Digital Desk:

একবার দুবার নয়, পাঁচ পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এবং প্রাক্তন বিশ্ব নম্বর ওয়ান মারিয়া শারাপোভা পুত্ৰ সন্তানের মা হলেন। শুক্রবার তিনি জানান- তাঁর ছেলের নাম 'থিওডোর'।৩৫ বছর বয়সী রাশিয়ান টেনিস তারকা ও ৪২ বছর বয়সী ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের এটি প্রথম সন্তান।
২০২০ সালের ডিসেম্বরে তাঁদের বাগদান পর্ব ঘোষণা হয়। শারাপোভা শুক্রবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, - "সবচেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং এবং পুরস্কৃত উপহার যা আমাদের ছোট পরিবার চাইতে পারে,''। রোমান সংখ্যায় ইঙ্গিত করেছেন- থিওডোর ১ জুলাই জন্মগ্রহণ করেছে। 

গত এপ্ৰিলেই শারাপোভা প্রকাশ করেছিলেন যে তিনি গর্ভবতী। তিনি ১০ জনের মধ্যে একজন যিনি অন্তত একবার চারটি প্রধান একক মুকুট দখল করে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম সম্পূর্ণ করেছেন। ২০০৪ সালে শারাপোভা ১৭ বছর বয়সে উইম্বলডনে প্রথম বড় শিরোপা জয় করেন। তারপর ২০০৬ সালে ইউএস ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ এবং ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন মুকুট দখল করেন। তিনি ২০১২ সালে লন্ডন অলিম্পিকে একটি রৌপ্য পদক জেতেন। ফাইনালে আমেরিকান সেরেনা উইলিয়ামসের কাছে হেরে গিয়েছিলেন তিনি। ৩২ বছর বয়সেই অবসরের কথা ঘোষণা করেছিলেন রাশিয়ার টেনিস-সুন্দরী মারিয়া শারাপোভা। তিনি জানিয়েছিলেন, ''একমাত্র যে জীবনটাই জেনে এসেছি, সেটা কীভাবে পিছনে ফেলে এগিয়ে যাব? আমি ছোটবেলা থেকে যে কোর্টে অনুশীলন করে এসেছি, সেটা কীভাবে ছেড়ে যাব? যে খেলাটা ভালবাসি, যেটা অব্যক্ত কান্না ও অকথিত আনন্দ এনে দিয়েছে, যে খেলাটার মধ্যে পরিবারকে খুঁজে পেয়েছি, ২৮ বছরেরও বেশি সময় ধরে অনুরাগীরা আমার পিছনে দৌড়েছে, সেটা কী করে ছেড়ে যাব? আমার কাছে এটা নতুন বিষয়। আমাকে দয়া করে ক্ষমা করে দাও টেনিস। আমি বিদায় জানাচ্ছি।'' 

Journalist Name : SRIJITA MALLICK

Related News