রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থন ঘোষণা কেজরি-র

banner

#Pravati Sangbad Digital Desk:

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিন্‌হাকে সমর্থন আম আদমি পার্টি(আপ)।শনিবার দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ জানিয়ে দিলেন।তিনি বলেন, ‘‘দ্রৌপদী মুর্মুর প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমরা যশবন্ত সিন্‌হাজিকেই সমর্থন করব।’’ ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন।এ বিষয়ে শনিবার হওয়া আপের রাজনৈতিক বিষয়ক কমিটি বৈঠকে ছিলেন দলের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সহ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, সঞ্জয় সিংহ,পঞ্জাবের সাংসদ রাঘব চড্ডা,দিল্লির বিধায়ক অতীশী এবং কমিটির সদস্যরা। বৈঠকের পর দলের তরফে ঘোষণা করা হয় এই সিদ্ধান্ত। উল্লেখ্য বিজেপি এবং কংগ্রেসের পর একমাত্র আপই দেশে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ও একটি রাজ্যে সরকার গঠন করেছে। দিল্লি এবং পঞ্জাব কেজরীবালের দলের ক্ষমতাধীন।দুই জায়গা থেকে রাজ্যসভার সাংসদ রয়েছে দলের ১০ জন।তিন জনই দিল্লির। দেশে আপের মোট বিধায়ক সংখ্যা ১৫৬।তার মধ্যে পঞ্জাবের ৯২ জন,দিল্লির ৬২ জন এবং দু’জন গোয়ার।

সেই কারণেই রাষ্ট্রপতি নির্বাচনে আপের মতো দলের বিজেপি-বিরোধী প্রার্থীকে সমর্থন যথেষ্ট জরুরি।যদিও আপের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) যশবন্ত সিন্‌হাকে সমর্থনের কথা ঘোষণা করেছে। এদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা ঘোষণা করে দিয়েছে নবীন পট্টনায়কের বিজেডি, জগন্মোহনের ওয়াইএসআর কংগ্রেস, মায়াবতীর বিএসপি, এআইএডিএমকে, টিডিপি, জেডিএস, শিরোমণি অকালি দল এবং শিবসেনা।এর জেরে ৬০ শতাংশ ভোট দ্রৌপদীর দখলে।প্রসঙ্গত মনোনয়ন জমা দেওয়ার সময়ই তাঁর দখলে ছিল ৫০ শতাংশ ভোট।দ্রৌপদী জিতলে তিনিই হবেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।

Journalist Name : Riya Some

Related News