Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

পুলিশে চাকরি দেওয়ার নমে প্রতারণা!! গ্রেপ্তার ২ পুরুষ সহ ১ মহিলা।

banner

#Pravati Sangbad Digital Desk:

পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় শিলিগুড়ির বাঘাযতীন কলোনী থেকে ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার সকালে শিলিগুড়ি প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট কুয়ার ভূষণ সিং। এই ঘটনায় গ্রেফতার (Arrest) করা হয়েছে ৩ জনকে। জানা গিয়েছে, অসহায় পরিবারের বেকার যুবক যুবতীদের পুলিশের চাকরি দেওয়ার নাম করে জেলার বিভিন্ন জায়গায় চলছিল ভুয়ো (Fake) প্রশিক্ষণ। এরপরই খবর পেয়ে ৩ জনকে গ্রফতার করা হয়।
শনিবার শিলিগুড়ির প্রধাননগর থানা সাংবাদিক বৈঠক করে ডিসিপি ওয়েস্ট কুনার ভূষণ সিং জানান, এই ধৃতরা বালুরঘাটের বাসিন্দা। বেশ কয়েক মাস ধরে দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় পুলিশের চোখে ধুলো দিয়ে চলছিল এই প্রতারণা চক্র। গরিব ও অসহায় পরিবারের যুবক যুবতীদের পুলিশে চাকরি দেওয়া নামে টাকা নিয়ে এই এই চক্র সক্রিয় ছিল। 
দীর্ঘদিন ধরেই এলাকার বেকার যুবক, যুবতীদের পুলিশে চাকরি দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। জানা গিয়েছে শিলিগুড়ির সেবক, দুধিয়া, দার্জিলিং এর পাশাপাশি শহরে বাঘাযতিন কলোনির নদীর পাশে পুলিশের পোশাক পরে চলছিল প্রশিক্ষণ শিবির। পুলিশের কাছে খবর এলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। এরপরই পুলিশ জানতে পারে , চাকরি পাওয়ার জন্য বালুরঘাটের একটি চক্রকে তারা টাকা দিয়েছিল। সেই টাকার ভিত্তিতেই শনিবার তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ঘটনা জানার পরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ অভিযান চালায়। এরপরই ২ জন পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
এর সঙ্গে আরও একজন রয়েছে বলে জানা গেছে । সেই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে । তবে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পুলিশের পোশাক, টুপি, বেল্ট। এছাড়াও উদ্ধার হয়েছে নগদ ৩২ হাজার টাকা ও মোবাইল ফোন। তবে এরা ছাড়াও এই ঘটনার পেছনে আর কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখতে এই ঘটনার খবর দেওয়া হয়েছে এসওজি টিমকেও। শনিবারই ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হবে এমনটাই জানা গিয়েছে।

Journalist Name : Suchorita Bhuniya

Related News