সিবিআই এর সাক্ষীরাই আদালতের রায়ে অভিযুক্ত - যারা মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। সিবিআই তাঁদের সাক্ষী হিসেবে উল্লেখ করেছিল চার্জশিটে!

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ আদালতের নির্দেশে চার শিক্ষককে গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত। তাদের পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে(Presidency Jail)।এদের মধ্যে জাহির উদ্দিন শেখ কুসুম কামিনি প্রাইমারি স্কুল, সাগিরর হোসেন সিঙ্গার পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল, সিমার হোসেন খজর ডাঙ্গা প্রাইমারি স্কুল এবং শ্রী সৌগত মন্ডল মাধুনিয়া প্রাইমারি স্কুল- এ শিক্ষক পদে কর্মরত ছিলেন ।সকল স্কুলগুলিই নবগ্রাম সার্কেলের। ঘুষ নেওয়াই শুধু নয়, ঘুষ দেওয়াটাও যে সমান অপরাধ, সেটাই কার্যত বুঝিয়ে দিয়েছে আদালত। এবার আরও সাত শিক্ষককে তলব করল সিবিআই। আগামিকাল, বুধবার বাঁকুড়ার সাত শিক্ষককে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সঙ্গে কিছু নথি নিয়ে আসতেও বলা হয়েছে। ওই সাত শিক্ষক ২০১৪ সালে প্রাথমিক টেট পাশ করে চাকরি পেয়েছিলেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেই তাঁদের তলব করা হয়েছে।

সেই মামলাতেই সোমবার চার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদের ওই চার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। সিবিআই তাঁদের সাক্ষী হিসেবে উল্লেখ করেছিল চার্জশিটে।


এবার ফের সাক্ষী হিসেবে আরও সাতজনকে তলব করা হল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, কাস্ট সার্টিফিকেটের মতো কিছু নথি নিয়ে যেতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও ওই সাত শিক্ষকের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। সব নথি মিলিয়ে দেখতে পারেন গোয়েন্দারা।

যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের সাক্ষী নয়, অভিযুক্ত হিসেবে উল্লেখ করে বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। বিচারকের বক্তব্য ছিল, ওই শিক্ষকেরা তো নিজেরাই গিয়ে টাকা দিয়েছেন, কেউ তো টাকা বাড়িতে এসে নিয়ে যায়নি। তাঁদের গ্রেফতার করে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

অভিযোগ এই চার জন শিক্ষক টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন। কিন্তু সিবিআই এদের সাক্ষী হিসেবে উল্লেখ করায় আদালত এদের অভিযুক্ত হিসেবে আদালতে তলব করে। আদালতের নির্দেশে এরা হাজিরাও দেয়। এই মামলার শুনানিতে বিচারক এই শিক্ষকদের আইনজীবীকে বলেন, আপনার মক্কেলদের কেন জামিন দেব? এরাই সেই পাবলিক। যার জন্য এতগুলো মানুষ ভুগছেন।ওই শিক্ষকদের নাম সৌগত মন্ডল, সাইগার হুসেন, সীমার হুসেন ও জাহিরউদ্দিন শেখ।নিয়োগ দুর্নীতিতে এর আগে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে একাধিক গ্রেফতারির ঘটনা ঘটেছে।

তাঁদের মধ্যে রয়েছেন একাধিক ‘প্রভাবশালী’। এই প্রথম বার টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে গ্রেফতারির নির্দেশ দিল আদালত।

Journalist Name : প্রিয়শ্রী

Related News