Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

আইসিএসই ফলপ্রকাশঃ ফল দেখা যাবে এই ওয়েবসাইটগুলিতে

banner

#Pravati Sangbad Digital Desk:

গতকাল আইসিএসই-র ফল প্রকাশিত হয়েছে।রবিবার বিকেল ৫টা থেকে পরীক্ষার্থীরা বোর্ডের কেরিয়ার পোর্টাল, ওয়েবসাইট (www.cisce.org) এবং এসএমএস-এ ফল দেখতে পাবে বলে এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সিআইএসসিই।কী ভাবে দেখতে হবে,তার বিস্তারিত বর্ণনা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে।প্রসঙ্গত এ বার আইসিএসই পরীক্ষা হয়েছিল দু’টি সিমেস্টারে এবং দু’টির ফলও বেরোবে একসঙ্গে।রিভিউ করতে চাইলে সেক্ষেত্রে ১৭ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে বোর্ডের ওয়েবসাইটে।
উল্লেখ্য কোনো পড়ুয়াকে রেজাল্ট দেখতে হলে অবশ্যই ইউনিক আইডি ও ইনডেক্স নম্বর সঙ্গে রাখতে হবে।তবে ওয়েবসাইট ছাড়াও ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে আইসিএসই ও ৭ সংখ্যার ‘ইউনিক আইডি’ লিখে পাঠালেও এসএমএসের মাধ্যমে জানা যাবে ফল।তাই কোনো বিভ্রান্ত মনে করলে থাকছে রিভিউয়ের সুযোগও।
প্রসঙ্গত দশম শ্রেণীর ফলাফলের ক্ষেত্রে ১৭ জুলাই বিকাল ৫টা থেকে ২৩ জুলাই পর্যন্ত রিভিউ করা যাবে।তবে রিভিউয়ের জন্য ইচ্ছুক পড়ুয়াদের প্রতি বিষয় পিছু ১ হাজার টাকা করে দিতে হবে।

Journalist Name : Riya Some