সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষিত হল,পাশের হার ৯২.৭১ শতাংশ

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল।পাশের হার ৯২.৭১ শতাংশ।cbse.gov.in এবং results.cbse.nic.in-এই দুটি ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল।পরীক্ষার্থীরা এই ওয়েবসাইটে নিজের রোলনম্বর দিলেই জানতে পারবেন পরীক্ষার ফলাফল।ডিজিলকার, উমঙ্গ অ্যাপে অনলাইনে দেখতে পারবেন পরীক্ষার ফলাফল পরীক্ষার্থীরা।এছাড়াও এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল।
বোর্ড সূত্রে জানা গিয়েছে,চলতি বছরে এবছর পরীক্ষা দিয়েছেন ১৪ লক্ষ ৩৫ হাজার ৩৬৬ জন। পাশের হার  ৯২.৭১%।তবে পাশের হারের নিরিখে এবার ছেলেদের পিছনে ফেলে মেয়েরা অনেকটাই এগিয়ে গিয়েছে।ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৩.২৯ শতাংশ বেশি। এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার জন্য ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে রোল নম্বর ,স্কুল নম্বর, সেন্টার নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে।
পড়ুয়ারা ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট, results.gov.in, cbse.gov.in, results.cbse.nic.in এবং cbresults.nic.in-এ দেখতে পারেন।আপনি যদি চান, আপনি ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটির একটি প্রিন্ট আউটও নিতে পারেন।

Journalist Name : Riya Some