কমনওয়েলথ গেমসে ভারতের পদোন্নতি দেশের হয়ে প্রথম পদক বিজয়ীরা

banner

#Pravati Sangbad Digital Desk:

১৯৩০ সালে প্রথম কমনওয়েলথ গেমস শুরু হলেও ভারত সেবার অংশগ্রহণ করেনি । ১৯৩৪ সালে প্রথমবার ভারত অংশগ্রহণ করেন এবং আজ পর্যন্ত  ৫০০ টি পদক ঘরে আনতে পেরেছে। তবে এই কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে সবচেয়ে বেশিবার পুরস্কার জিতেছেন যশপাল রানা। মোট ১৫ টি পদক জিতেছেন তিনি। আগামী ২৮ জুলাই আবার একবার কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে বার্মিংহ্যামে। উল্লেখ্য, ১৯৩০ সালের পরে ১৯৫০, ১৯৬২ এবং ১৯৮৬ সালেও ভারতের কোনো প্রতিনিধি এই খেলাতে অংশগ্রহণ করেননি। লন্ডন গেমসে ১৯৩৪ সালে ভারতের 6 জন অ্যাথলিট অংশগ্রহণ করেন। দশটি ইভেন্ট  ট্র্যাক এন্ড ফিল্ডে এবং বস্তির একটি ইভেন্টে তারা অংশ নেয়। ভারতের ঝুলিতে আসে মাত্র একটি পদক। সেবার ভারতের হয়ে রশিদ আনোয়ার কুস্তিতে ৭৪ কেজি ওজনের ব্রোঞ্জ জেতেন।
এখনো পর্যন্ত কমনওয়েলথ গেমসে ভারত পদক জিতেছে ৫০৩ টি পদক। তারমধ্যে সোনা ১৮১ টি, রুপো ১৭৩টি এবং ব্রোঞ্জ ১৪৯ টি। কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক আনেন মিলখা সিং। ১৯৫৮ সালে 444 গজ ইভেন্টে সোনা জেতেন তিনি। এবারে ভারতের আরও একটি জয়, কুস্তিগীর লীলা রাম ১০০ কেজি ফ্রি স্টাইল ক্যাটাগরিতে জেতেন সোনা। ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমস টার্নিং পয়েন্ট হয়ে ওঠে ভারতের কাছে। স্টেফানি ডিসুজা এবং  এলিজাবেথ ডেভেনপোর্ট নামে দুই ভারতীয় মহিলা প্রতিনিধি প্রথমবার অংশগ্রহণ করেন।
কমনওয়েলথ গেমসের  ইতিহাসে ভারতের সবচেয়ে বড় সাফল্য হলো পদক জেতা। ১০১ টি জেতা পদকের মধ্যে সোনা রয়েছে ৩৯ টি, রুপো রয়েছে ২৬ টি এবং ব্রোঞ্জ রয়েছে ৩৬ টি। ২০১৮ গোল্ড  কোস্ট কমনওয়েলথ গেমসে ২৬ টি সোনা জিতে ভারতের ঝুলিতে পদকের সংখ্যা হয় ৬৬ টি।

Journalist Name : অর্জুন দাস

Tags:

দেশ
Related News