মার্কিন সফরে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

banner

#Pravati Sangbad Digital Desk:

মার্কিন সফরে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবারই তিনদিনের সফরে আমেরিকায় পৌঁছন তিনি। মার্কিন সফরে (US Visit) প্রায় দু’ডজন কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। আজ রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আগামিকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদী-বাইডেন। টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগ নিয়েও তাঁরা আলোচনা করবেন বলে জানা গিয়েছে। ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সম্মানে ওই দিন রাতে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করছেন প্রধানমন্ত্রী জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন।

গাড়ি নির্মাতা সংস্থা টেসলার সিইও এবং টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাস্ক বলেন, ‘আমি মোদির ভক্ত’। পাশাপাশি ভারতে তাঁর সংস্থা শীঘ্রই কারখানা খুলতে চলেছে বলে জানান টেসলা সিইও। 


মার্কিন সফরে গিয়ে মোদি মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে নির্ধারিত বৈঠক করেন। টেসলা সিইও-র সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বৈঠক শেষে টুইটারের মালিক ইলন মাস্ক বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে এটি একটি চমৎকার সাক্ষাৎ ছিল এবং আমি তাকে বেশ পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানা পরিদর্শন করেছিলেন। তাই, আমরা একে অপরকে কিছুদিনের জন্য চিনি।‘একইসঙ্গে তিনি বলেন, ‘আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত। আমি মনে করি বিশ্বের যেকোনো বড় দেশের চেয়ে ভারতের প্রতিশ্রুতি অনেক বেশি।’ খুব শীঘ্রই টেসলা ভারতে আসছে বলে জানান মাস্ক। 

উল্লেখ্য এর আগে ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদি ক্যালিফোর্নিয়ায় টেসলার গাড়ি কারখানা পরিদর্শন করেন। সেই সময় মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। অন্যদিকে ইলন মাস্কের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি টুইটারে লিখেছেন, ‘আজ আপনার সঙ্গে দারুণ সাক্ষাৎ ইলন মাস্ক! শক্তি থেকে আধ্যাত্মিকতা পর্যন্ত আমরা বহু বিষয়ে কথা বলেছি।’ সেই টুইটের রিপ্লাই দিয়ে মাস্ক লিখেছেন, ‘আবার দেখা করাটা সম্মানের বিষয়।’

Journalist Name : প্রিয়শ্রী

Tags:

Related News