দশম শ্রেণী পাশ করলেই এবার পোস্টঅফিসে চাকরি! বিজ্ঞপ্তি প্রকাশ কীভাবে আবেদন করবেন, জেনে নিন?

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যের সমগ্র সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক অভূতপূর্ব ও বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি জারি। দেশ তথা সমগ্র রাজ্যের পাশাপাশি ইতিমধ্যে লাগাতার পোস্ট অফিসে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের ফের নতুন করে শুরু হলো পোস্ট অফিসে কর্মী নিয়োগ (WB Post Office Recruitment 2022) প্রক্রিয়া। আপনি যদি ন্যুনতম মাধ্যমিক পাশ করে চাকরির খোঁজে খোঁজে দিশেহারা হয়ে বেকার সমস্যায় জর্জরিত, তবে এর থেকে বড় নিয়োগ আর কিছু হতে পারে না আপনার জন্য। রাজ্যের পুরুষ থেকে মহিলা যে কেউ এখানে চাকরির জন্য অনায়াসে আবেদন করতে পারবেন। কোনো রকম পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি কর্মী নিয়োগ করা হবে এখানে।ভারতীয় ডাক নিয়োগ (India Post Recruitment 2022) এর পক্ষ থেকে সারা দেশের পাশাপাশি রাজ্যজুড়ে মূলত পোস্ট অফিস পেমেন্ট ব্যাংক কর্মী নিয়োগ করা হবে।
রাজ্যজুড়ে এই পোস্ট পেমেন্ট ব্যাংকের নিয়োগ (India Post Payments Bank Recruitment 2022) এ -গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। এর আওতায় প্রধানত বিজনেস করেসপন্ডেন্ট বা ব্যবসা সহায়ক নিয়োগ পদে নিয়োগ করা হবে কর্মী।রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে পোস্ট অফিসের গ্রাহকের সংখ্যা। সম্প্রতি এক বিশেষ সমীক্ষা অনুযায়ী প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যের পাশাপশি সমগ্র দেশে প্রায় সাড়ে 5 কোটি গ্রাহক সংখ্যা রয়েছে পোস্ট অফিস ব্যাংকের। তাই তাদের একটু ভালো ও অবাধ পরিষেবা দিতে এই বিরাট সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। 
আবেদন প্রক্রিয়া:-
অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি পশ্চিমবঙ্গের পোস্ট অফিস নিয়োগ (WB Post Office Recruitment 2022) এর জন্য আবেদন জানাতে পারবেন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নির্দিষ্ট আবেদনের লিংকে ক্লিক করতে হবে।
2. সেখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং ঠিকানা ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। 
3. এরপর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি তে একটি রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। 
4. পরবর্তী ধাপে আপনাকে এগুলি তথ্য দিয়ে লগইন করতে হবে এবং আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।
5. এখানে আপনাকে সমার একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। 
6. সব কিছু সেভ করার পর আপনাকে আবেদনের জন্য ফি জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে এই ফি খুব সহজেই জমা করতে পারবেন। এক্ষেত্রে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং এর সাহায্যে এই ফি জমা করে ফেলুন।
7. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদন সম্পন্ন করুন এবং আবেদন শেষে প্রিন্ট আউট করে আবেদনের কাগজটি সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
চাকরিতে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই নিজের সঙ্গে রাখবেন, সেগুলো হলো- 
1. মাধ্যমিকের অ্যাডমিট করে কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
3. অন্যান্য সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. নিজের ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে
5. নিজের সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো
6. একটি সুস্পষ্ট সিগনেচার
7. অন্য কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
8. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা:
রাজ্যের এই পোস্ট অফিস এর নিয়োগে আপনি যদি আবেদন জানাতে চান তবে আপনাকে রাজ্যের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে উচ্চ শিক্ষিত চাকরি প্রার্থীরাও সমানভাবে এখানে চাকরির জন্য আবেদন যোগ্য।
প্রার্থীর বয়সসীমা:
এখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে চাইলে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 50 বছরের মধ্যে যেকোনো চাকরিপ্রার্থী চাকরিতে আবেদন করতে পারবেন।এক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
পদের নাম: মেকানিক মোটর ভেহিকেল টায়ারম্যান।
শূণ্য আসন: এই পদের জন্য খালি রয়েছে দুটি আসন।
বেতন: উল্লেখিত পে স্কেল অনুযায়ী চাকরিপ্রার্থীদের বেতন হবে, ১৯৯০০ টাকা।
নিয়োগ পদ্ধতি: আবেদনকারীদের নিয়োগ করা হবে সরাসরি মৌখিক ইন্টারভিউয়ের মাধ্যমে। সিলেক্ট করে তারপর ডকুমেন্টেশন হয়ে গেলেই চাকরি কনফর্ম।
আবেদনের সময়: শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে আবেদন।

Journalist Name : SRIJITA MALLICK

Related News