সামনে লোকসভা ভোট, কুপোকাত বিরোধী জো্‌ট ,বিজেপির পাখির চোখ কারা?

banner

#Pravati Sangbad Digital Desk:

সামনে  লোকসভা নির্বাচন। রাস্ট্রপতি নির্বাচনে দলিত প্রার্থী নির্বাচনে বিজেপি রাজনৈতিক কৌশলে এগিয়ে গিয়েছে একধাপ। এবার তৃতীয় বারের জন্য মোদী সরকারের জয় গাড় করতে বিজেপির পাখির চোখ আদিবাসী ভোট। লোকসভা নির্বাচনে বিজেপির জয়লাভের জন্য বিহারের কর্মীদের এখন থেকে পথে নামার নির্দেশ দেন অমিত শাহ। বিজেপির এক শীর্ষ নেতা জানান, তপশিলি জাতি জনজাতি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের কাছে কর্মীদের পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ।

পাটনায়, দুদিনের বিজেপি শাখা সংগঠনের  জাতীয় কর্ম সমিতির বৈঠকে যোগ দিয়েছেন অমিত শাহ। সেখান থেকে তিনি নির্দেশ দেন তৃতীয়বারের জন্য মোদি সরকারের জয়শূন্য নিশ্চিত করার লক্ষ্যে। অমিত শাহ আর বলেন কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। বুথ স্তরে সংগঠনকে মজবুত করার নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন  বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিংহ।


অরুণ সিংহ সাংবাদিকদের বলেন, ২০২৪ সালে মোদিকে ফের প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনার কথা। এবং বিপুল ভোটে জয়লাভ হয়ে জন্য কর্মীদের এখন থেকে ময়দানে নামার নির্দেশ দেন। তিনি আরো বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন যে মোদি সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য যেসব কাজ করেছেন সে সব মানুষের কাছে তুলে ধরতে হবে এবং তাতে বুথ  স্তরে সংগঠনকে আরো মজবুত করার নির্দেশ দেন।

রাজনৈতিক মহলের দাবি, বিজেপি উচ্চ বর্ণের দল হিসেবেই পরিচিত। ভোট ঘাটতি মেটাতে দলিত এবং আদিবাসী ভোটকে হাতিয়ার করতে চাইছে বিজেপি সেই জন্যই দ্রৌপদী মর্ম কে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন।

বিজেপির সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। রাজ্যে বিজেপির জেলা কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।  
Attachments area

Journalist Name : অর্জুন দাস

Related News