Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

হোয়াইট হাউসে মোদী-বিডেন নতুন সূত্র, প্রথম সাক্ষাতে পাকিস্তানকে দুষলেন কমলা

banner

#USA:

মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের কথায়, "করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিধ্বস্ত, সেই সময় আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই কাজ করতে পেরে আমরাও গর্বিত। এবার ভারতও দ্রুত টিকা রফতানির কাজ শুরু করবে।" অন্যদিকে ভারতে টিকাকরণের গতি বৃদ্ধি নিয়েও ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মার্কিন উপরাষ্ট্রপতিকে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে বর্তমানে দৈনিক হারে কোটির বেশি মানুষ করোনা টিকা পাচ্ছেন।

বিশ্বের অনেকের কাছে আপনি অনুপ্রেরণা। প্রথম সাক্ষাতেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন ভারতে আসার আমন্ত্রণ। গতকাল হোয়াইট হাউসে মুখোমুখি হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলে আলাপচারিতা। এরপর যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে আপনার জয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। আমি নিশ্চিত, প্রেসিডেন্ট বাইডেন আপনার নেতৃত্বে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। করোনার দ্বিতীয়ে ঢেউয়ের সময় আমেরিকা ভারতের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জবাবে ভারতকে আমেরিকার গুরুত্বপূর্ণ সহযোগী বলে দাবি করে কমলা হ্যারিস বলেন, কোভিড পরিস্থিতিতে দুই দেশ একসঙ্গে কাজ করেছে।একইসঙ্গে সঙ্কট মোকাবিলা করেছে। এর পাশাপাশি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, অন্য দেশে ভ্যাকসিন সরবরাহে ভারত প্রধান উৎস হিসেবে কাজ করেছে। করোনা সঙ্কটে ভারতের পাশে থাকতে পেরে আমেরিকা গর্বিত।


করোনা যুদ্ধে ভারতের জন্য আমেরিকার অবদান মনে রাখা হবে, কমলা বৈঠকেই বিশেষ ধন্যবাদ মোদীর ব্যস্ত সফরসূচির মাঝে গত ২৩শে সেপ্টেম্বর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  সৌজন্য বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে চলে জোরদার আলোচনা। সেই বৈঠকেই উঠে আসে পাকিস্তান প্রসঙ্গও।দ্বিপাক্ষিক বৈঠকেই পাকিস্তানের জঙ্গি যোগ নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা বাইডেন সহচরকে। অন্যদিকে আগামীতে ইসলামাবাদের উপর এই বিষয়ে ভিন্ন ভিন্ন উপায়ে আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টি করা হবে বলেও ঠিক করা হয়েছে।আমেরিকাকে ধন্যবাদ মোদীর অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পাশে শক্ত হাতে দাঁড়ানোর জন্য আমেরিকাকে ধন্যবাদ জানান মোদী। সেই সঙ্গে বিশেষ ধন্যবাদ জানান কমলাকেও। খানিক আবেগতাড়িত হয়েই মোদী বলেন "বিপদের সময় পাশে দাড়ানোর জন্য আমেরিকাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মার্কিন উপরাষ্ট্রপতিকেও।"

মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের কথায়, "করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিধ্বস্ত, সেই সময় আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই কাজ করতে পেরে আমরাও গর্বিত। এবার ভারতও দ্রুত টিকা রফতানির কাজ শুরু করবে।" অন্যদিকে ভারতে টিকাকরণের গতি বৃদ্ধি নিয়েও ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মার্কিন উপরাষ্ট্রপতিকে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে বর্তমানে দৈনিক হারে ১ কোটির বেশি মানুষ করোনা টিকা পাচ্ছেন।

Journalist Name : Shubhadip Das

Related News